Saturday, August 23, 2025

বিজেপির স্টিকার লাগিয়ে গাড়ি পিষলো পুলিশকে! বিহারে মৃত মহিলা কনস্টেবল

Date:

Share post:

স্টিকারের মহিমা! বিহারে পুলিশের নাকা চেকিং এড়াতে বিজেপি স্টিকারই (BJP sticker) যথেষ্ট! এমনটাই হয়তো মনে করেছিল এক এসইউভি গাড়িচালক। পুলিশ আটকাতেই পুলিশের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় এসইউভি (SUV) চালক। বিহারের পাটনায় এই ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলা কনস্টেবলের (lady constable)। আহত আরও দুই পুলিশ কর্মী। গোটা ঘটনায় বিজেপির দিকে প্রশ্ন ছুড়েছে বাংলার শাসক দল তৃণমূল।

পাটনার (Patna) এস কে পুরী থানা এলাকায় অটল পথে বুধবার রাতে নাকা চেকিং চালাচ্ছিল বিহার পুলিশ। সম্প্রতি একাধিক শুট আউটের ঘটনা বিহার প্রশাসনের ঘুম কেড়েছে। যার ফলে বিরোধীদের চাপে লাগাতার নাকা চেকিং-এর পথে নীতীশ প্রশাসন। বুধবার সেরকমই একটি নাকা চেকিং-এর সময় অটল পথে দাঁড় করানো হয় সব গাড়িকে। কিন্তু বিজেপির স্টিকার (BJP sticker) লাগানো গাড়িটি দাঁড়াতে রাজি হয়নি।

পুলিশের বাধা না মেনে কর্মরত পুলিশদের দিকে সোজা গাড়ি চালিয়ে দেন এসইউভি (SUV) চালক। ধাক্কা লাগে মহিলা কনস্টেবল কোমল কুমারীর ও আরও দুই কর্তব্যরত পুলিশকর্মীর। পুলিশকে ধাক্কা মেরেই পালানোর চেষ্টা করেন এসইউভি চালক। তবে ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীরা দ্রুত তাকে ধরে ফেলে।

আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মহিলা কনস্টেবলকে (lady constable) চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে কী কারণে নাকা চেকিং এড়িয়ে বিজেপির স্টিকার লাগানো গাড়িটি পালানোর চেষ্টা করছিল তা নিয়ে রাজনৈতিক মহলে উঠেছে প্রশ্ন।

যে বিজেপি নেতারা বিরোধী পরিচালিত রাজ্যগুলিতে ছোটখাটো ঘটনাতে প্রশ্ন তোলে এবার তাদের দিকেই প্রশ্ন বাংলার শাসক দল তৃণমূলের। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রশ্ন, পাটনায় রাস্তায় রুটিন চেকিংয়ের সময় বিজেপির ঝান্ডা লাগানো গাড়ি পিষে দিল তিন পুলিশকে। তার মধ্যে এক মহিলা পুলিশের মৃত্যু। দুজন গুরুতর জখম। বাংলায় হলে বিরোধীরা রাষ্ট্রপতি শাসন চাইতেন নিশ্চয়ই। বিজেপি কিছু বলবে?

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...