Thursday, December 25, 2025

বিজেপির স্টিকার লাগিয়ে গাড়ি পিষলো পুলিশকে! বিহারে মৃত মহিলা কনস্টেবল

Date:

Share post:

স্টিকারের মহিমা! বিহারে পুলিশের নাকা চেকিং এড়াতে বিজেপি স্টিকারই (BJP sticker) যথেষ্ট! এমনটাই হয়তো মনে করেছিল এক এসইউভি গাড়িচালক। পুলিশ আটকাতেই পুলিশের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় এসইউভি (SUV) চালক। বিহারের পাটনায় এই ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলা কনস্টেবলের (lady constable)। আহত আরও দুই পুলিশ কর্মী। গোটা ঘটনায় বিজেপির দিকে প্রশ্ন ছুড়েছে বাংলার শাসক দল তৃণমূল।

পাটনার (Patna) এস কে পুরী থানা এলাকায় অটল পথে বুধবার রাতে নাকা চেকিং চালাচ্ছিল বিহার পুলিশ। সম্প্রতি একাধিক শুট আউটের ঘটনা বিহার প্রশাসনের ঘুম কেড়েছে। যার ফলে বিরোধীদের চাপে লাগাতার নাকা চেকিং-এর পথে নীতীশ প্রশাসন। বুধবার সেরকমই একটি নাকা চেকিং-এর সময় অটল পথে দাঁড় করানো হয় সব গাড়িকে। কিন্তু বিজেপির স্টিকার (BJP sticker) লাগানো গাড়িটি দাঁড়াতে রাজি হয়নি।

পুলিশের বাধা না মেনে কর্মরত পুলিশদের দিকে সোজা গাড়ি চালিয়ে দেন এসইউভি (SUV) চালক। ধাক্কা লাগে মহিলা কনস্টেবল কোমল কুমারীর ও আরও দুই কর্তব্যরত পুলিশকর্মীর। পুলিশকে ধাক্কা মেরেই পালানোর চেষ্টা করেন এসইউভি চালক। তবে ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীরা দ্রুত তাকে ধরে ফেলে।

আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মহিলা কনস্টেবলকে (lady constable) চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে কী কারণে নাকা চেকিং এড়িয়ে বিজেপির স্টিকার লাগানো গাড়িটি পালানোর চেষ্টা করছিল তা নিয়ে রাজনৈতিক মহলে উঠেছে প্রশ্ন।

যে বিজেপি নেতারা বিরোধী পরিচালিত রাজ্যগুলিতে ছোটখাটো ঘটনাতে প্রশ্ন তোলে এবার তাদের দিকেই প্রশ্ন বাংলার শাসক দল তৃণমূলের। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রশ্ন, পাটনায় রাস্তায় রুটিন চেকিংয়ের সময় বিজেপির ঝান্ডা লাগানো গাড়ি পিষে দিল তিন পুলিশকে। তার মধ্যে এক মহিলা পুলিশের মৃত্যু। দুজন গুরুতর জখম। বাংলায় হলে বিরোধীরা রাষ্ট্রপতি শাসন চাইতেন নিশ্চয়ই। বিজেপি কিছু বলবে?

spot_img

Related articles

নিজের ঘরেই খুন ‘লায়ন কিং’ খ্যাত অভিনেত্রী ইমানি! কাঠগড়ায় প্রেমিক

বছরের শেষে খারাপ খবর হলিউডে। প্রয়াত ‘দ্য লায়ন কিং’ (The Lion King)-এর জনপ্রিয় অভিনেত্রী ইমানি দিয়া স্মিথ। ‘দ্য...

ওড়িশার খুন হওয়া শ্রমিকের দেহ ফেরাতে উদ্যোগী মমতা-অভিষেক, বাংলাভাষী হত্যার তীব্র নিন্দা তৃণমূলের

বিজেপি পোস্টারে লিখছে, "বাংলায় বাঁচতে বিজেপি BJP) চাই"! প্রধানমন্ত্রী বাংলা এসে ভাষণেও সে কথাই বলছেন! এর অর্থ কী?...

বিশ্বকাপ জিতিয়েও খেলরত্নে ব্রাত্য হরমনপ্রীত-স্মৃতি, প্রশ্নের মুখে বিসিসিআইয়ের ভূমিকা

অর্জুনের মতোই খেলরত্নের (Khel Ratna Awarded ) তালিকায় নাম নেই কোনও ক্রিকেটারের। কিন্তু চলতি বছরেই ভারতীয় মহিলা ক্রিকেট...

ইকো পার্ক থেকে চিড়িয়াখানা, বড়দিনে শহর জুড়ে বিনোদন পার্কে উপচে পড়া ভিড়

ক্রিসমাসের আনন্দে (Christmas Celebration) মেতে উঠেছে বাংলা। জেলা থেকে রাজ্য সর্বত্র একই ছবি। শীতকালীন উৎসবের মরশুমে কলকাতার বিনোদন...