Wednesday, August 27, 2025

ইউপিআই-এর মাধ্যমে আর্থিক লেনদেনে দিতে হবে না কোনরকম অতিরিক্ত চার্জ (charge), স্পষ্ট করে দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। ইউপিআই লেনদেনে (UPI transaction) তিন হাজার টাকা অতিরিক্ত ধার্য হওয়ার যে প্রচার হয়েছিল তা ভিত্তিহীন, বলে উড়িয়ে দিল অর্থ মন্ত্রক(Ministry of Finance)। এমনকি সাম্প্রতিককালের মধ্যে সেই ধরনের চার্জ লাগু হওয়ার কোনও সম্ভাবনা নেই, বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউপিআই লেনদেনের (UPI transaction) উপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর (MDR) ধার্য হওয়ার চেয়ে অনুমান বা দাবি করা হয়েছিল তা সম্পূর্ণ মিথ্যে, ভিত্তিহীন এবং বিভ্রান্তিমূলক। এই ধরনের ভিত্তিহীন এবং চাঞ্চল্য ছড়ানো অনুমান তৈরীর ফলে আতঙ্ক, সন্দেহ এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে বহু নাগরিকের মধ্যে।

সম্প্রতি কিছু সংবাদ মাধ্যমে প্রচারিত হয়, কেন্দ্রের বিজেপি সরকার ইউপিআই লেনদেনে ৩০০০ টাকা এমডিআর (MDR) লাগু করছে। বিভিন্ন ব্যাঙ্কিং পরিষেবায় বিভিন্ন ধরনের চার্জ লাগু হওয়ার পরে সেই সম্ভাবনা আরও প্রবল হয়। যার জেরে সাধারণ গ্রাহকদের মধ্যে ইউপিআই প্ল্যাটফর্ম (UPI platform) ছাড়ারও হিড়িক দেখা যায়। এই ব্যবস্থার মাধ্যমে ব্যাংক এবং পেমেন্ট পরিষেবা দানকারী সংস্থাগুলিকে সহযোগিতা করা সম্ভব হবে বলেও শোনা যায়। তবে বৃহস্পতিবার অর্থ মন্ত্রক স্পষ্ট করে দিল যে এই ধরনের কোন চার্জ লাগু হচ্ছে না।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version