আহমেদাবাদের দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিলেন গুজরাটের (Gujrat) প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি (Vijay Rupani)! এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, বিমানের যাত্রীদের তালিকায় তাঁর নাম ছিল। রূপানির ঘনিষ্ঠমহল সূত্রে খবর, ওই বিমানে লন্ডনে যাওয়ার কথা ছিল তাঁর। তাঁরা রূপানিকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে আসেন। যাত্রীদের বিমান পর্যন্ত পৌঁছে দেওয়ার বাসেও ওঠেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে তিনি বিমানে ওঠেন কি না, তা এখনও নিশ্চিত নয় বলে দাবি ঘনিষ্ঠদের।

২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন বিজয় (Vijay Rupani)। রাজকোট পশ্চিমের বিধায়কও ছিলেন। রূপানি সেই শেষ ব্যক্তি যিনি গুজরাটের ২৭হাজার কোটি টাকার সর্ববৃহৎ ল্যান্ড স্ক্যামের ‘সুপার-বস’-দের সম্পর্কে জানতেন এবং ধরিয়েও দিতে পারতেন। যদিও সেই মামলার তদন্ত বন্ধ করে দেওযা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী অঞ্জলি লন্ডনে রয়েছেন। সূত্রের খবর স্ত্রীকে আনতেই যাচ্ছিলেন বিজয়।

এআই ১৭১ বিমানটি বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের টার্মিনাল ২ থেকে উড়ান শুরু করে। ৯ ঘণ্টা ৪৫ মিনিটের উড়ান শেষে নামার কথা ছিল লন্ডনের গ্যাটউইকে। এটি বোয়িং সংস্থার বি৭৮৭ ড্রিমলাইনার বিমান ছিল। প্রত্যক্ষদর্শী সূত্রের খবর, আহমেদাবাদের বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে। ভেঙে পড়ার পরেই বিমানটি আগুন ধরে যায়। বিস্তীর্ণ অংশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও খবর: আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ মমতার, পূর্ণাঙ্গ তদন্তের দাবি অভিষেকের

–

–

–

–

–

–

–

–
–
–
–
–