Monday, November 3, 2025

বেহাল রাস্তার ছবি পাঠালেই ৪৮ ঘণ্টার মধ্যে মেরামতি, ঘোষণা পূর্তমন্ত্রীর

Date:

রাজ্যে বেহাল রাস্তা সংস্কারে কড়া পদক্ষেপের বার্তা দিলেন পূর্তমন্ত্রী পুলক রায়। বৃহস্পতিবার বিধানসভায় পূর্ত দফতরের স্থায়ী কমিটির রিপোর্ট নিয়ে আলোচনার পর মন্ত্রী ঘোষণা করেন— বেহাল রাস্তায় ছবি সহ অভিযোগ পেলেই ৪৮ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় মেরামতির কাজ সম্পন্ন করা হবে।

মন্ত্রী জানান, পূর্ত দফতরের আওতায় থাকা যে কোনও রাস্তার গর্ত বা ক্ষতিগ্রস্ত অংশের ছবি হোয়াটসঅ্যাপ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। ৯০৮৮৮২২১১১ এই নম্বরে ছবি পাঠিয়ে সরাসরি অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। তাঁর কথায়, “সরকার রাস্তাঘাট নিয়ে সর্বদা সজাগ। গাফিলতির কোনও জায়গা নেই।”

গত ১৪ বছরে পূর্ত দফতরের কাজের পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী বলেন, ৩৩ হাজারের বেশি রাস্তা এবং ৩০৫টি সেতু নির্মিত হয়েছে। এছাড়া ৬টি রেল ওভারব্রিজ এবং ৬০০-র বেশি সেতু পুনর্নির্মাণ করা হয়েছে। সব মিলিয়ে এই প্রকল্পগুলিতে ব্যয় হয়েছে ৪৮ হাজার ৫৫০ কোটি টাকা। এছাড়া সেতু দুর্ঘটনা রুখতে সরকার সর্বদা সতর্ক বলেই জানান মন্ত্রী। তাঁর দাবি, “পূর্ত দপ্তরের অধীনে থাকা প্রতিটি সেতুর বছরে চারবার করে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।” অতীতে বিভিন্ন সেতু দুর্ঘটনার প্রেক্ষিতে এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসন।

সড়ক উন্নয়নে কেন্দ্রের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন পূর্তমন্ত্রী। তিনি বলেন, “সড়ক উন্নয়ন তহবিল থেকে রাজ্যের প্রাপ্য ১২.৫ শতাংশ অর্থ এখনও মেলেনি। পাশাপাশি, মাঝেরহাটের জয়হিন্দ সেতু এবং নতুন টালা ব্রিজ নির্মাণে রেলের ৫০ শতাংশ অনুদান পাওয়ার কথা থাকলেও, আজও তা রাজ্যের হাতে আসেনি।

মন্ত্রী পুলক রায় স্পষ্ট জানান, রাস্তাঘাটের অবনতি ঠেকাতে এবার জনগণের সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। সরাসরি ছবি পাঠিয়ে মানুষ জানালেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তাঁর কথায়, “রাস্তা ও সেতু— এই দুই পরিকাঠামো উন্নয়নেই সরকার প্রতিশ্রুতিবদ্ধ।” বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ বাস্তবায়িত হলে গ্রামীণ ও শহরতলির দুর্দশাগ্রস্ত রাস্তাগুলির দ্রুত সংস্কার সম্ভব হবে। তবে তার জন্য দরকার প্রশাসনিক সদিচ্ছা ও নিরবচ্ছিন্ন নজরদারি।

আরও পড়ুন – ২০২৯ থেকে লোকসভা-বিধানসভা নির্বাচনে ৩৩% মহিলা আসন সংরক্ষণ আইন কার্যকরের সিদ্ধান্ত কেন্দ্রের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version