Thursday, August 21, 2025

আমেদাবাদের বিমান দুর্ঘটনা একসপ্তাহে অনাথ করল দুই শিশুকে! মর্মান্তিক পরিণতি

Date:

ইংল্যান্ডে অপেক্ষা করছিল মা-হারা দুই সন্তান। ফিরে তাদের দেখভালের আজীবন দায়িত্ব নেওয়ার কথা ছিল অর্জুন পাটোলিয়ার। অভিশপ্ত বিমান দুর্ঘটনা (plane crash) কেড়ে নিল দুই সন্তানের বাবাকে, যিনি স্ত্রীর অস্থি বিসর্জন করতে ভারতে এসেছিলেন। এক মিনিটে বাবাকে হারিয়ে অনিশ্চিত জীবনে ইংল্যান্ডে (UK) থাকা দুই শিশু।

আমেদাবাদের বিমান দুর্ঘটনায় (Ahmedabad plane crash) সপরিবারে প্রাণ হারিয়েছেন চিকিৎসক প্রতীক। তিন সন্তান ও স্ত্রীর মৃত্যুর হয়েছে অভিশপ্ত বিমানে। প্রবল শোকের মধ্যেই আশার কথা বাবা-মা হারা হয়ে অনিশ্তিত জীবন পায়নি তিনটি শিশু। কিন্তু লন্ডনের অর্জুনের সন্তানদের জীবনে তেমন আশার আলো জ্বলল না। মা-বাবাকে হারিয়ে অনাথ, অনিশ্চিত ভবিষ্যতে ৪ ও ৮ বছরের দুই কন্যা।

লন্ডনের বাসিন্দা অর্জুন পাটোলিয়ার স্ত্রী ভারতীবেনের প্রয়াণ হয়েছে গত সপ্তাহে। স্ত্রীর শেষ ইচ্ছা বজায় রাখতে গুজরাটের আমরেলির গ্রামে এসেছিলেন অর্জুন। স্ত্রীর অস্থি গ্রামের পুকুরে বিসর্জনে গ্রামের মানুষ ভিড় করেছিলেন। এরপরই বৃহস্পতিবারের বিমানে তার লন্ডন (London) ফেরার কথা ছিল দুই সন্তানের কাছে। কিন্তু দুই শিশু জানতেও পারল না, মায়ের পরে তারা তাদের বাবাকেও হারালো।

অর্জুনের বাবা অনেক আগেই মারা গিয়েছেন। অর্জুন সপরিবারে বর্তমানে লন্ডনের বাসিন্দা ছিলেন। তার বৃদ্ধা মা বর্তমানে শোকে পাথর। এই পরিস্থিতিতে লন্ডনে (London) দুটি শিশুর কী পরিণতি হবে তা নিয়েই চিন্তা আমরেলির গ্রামে। দুই দেশের নাগরিকত্বের জটিলতায় শেষ পর্যন্ত কাদের কাছে বড় হতে হবে তাদের, তা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version