এও এক অন্য বেঁচে যাওয়ার গল্প। রাস্তায় যানজটের জন্য বিমান ধরতে পারেননি ভূমিকা চৌহান (Bhumika Chowhan)। আমেদাবাদের রাস্তায় প্রচণ্ড ট্রাফিক জ্যামে আটকে পড়ায় মাত্র ১০ মিনিটের জন্য উড়ান ধরতে পারেননি। আর তাতেই শাপে বর হল তাঁর। ১০ মিনিটের দেরিই জীবন বাঁচিয়ে দিল ভূমিকার। আর এই পুনর্জন্ম পেয়ে শিহরিত তিনি নিজের বেঁচে ফেরার কথা ভাগ করেন সোশ্যাল মিডিয়ায়। বিমান ধ্বংসের পরেও বিস্ময়করভাবে বেঁচে যাওয়া রমেশ বিশ্বাসকুমারের মতো ভূমিকাও আজীবন মনে রাখবেন এই দিনটিকে।
লন্ডনে (London) স্বামীর সঙ্গে থাকেন ভূমি। দু’বছর পর ছুটি কাটাতে একাই দেশে ফিরেছিলেন। পরিবারের সঙ্গে আনন্দ করে, উপহার আর স্মৃতি নিয়ে ফেরার কথা ছিল তাঁর। বৃহস্পতিবার, বিমানবন্দরে দুপুর ১.৩০ নাগাদ পৌঁছেছিলেন ভূমিকা। ১০ মিনিট দেরি হয়ে যাওয়ায় বোর্ডিং বন্ধ হয়ে গিয়েছিল। ফ্লাইটটি টেক অফ করে ১.৩৮ নাগাদ। আর তার কিছুক্ষণের মধ্যেও আবাসিক এলাকায় ভেঙে পড়ে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটি। ভূমি বলেন, “আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না। ওই দশ মিনিট আমায় বাঁচিয়ে দিল। গণপতি বাপ্পার কৃপায় আমি আজ বেঁচে।“
আরও খবর: আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় উদ্ধার একটি ব্ল্যাকবক্স, অক্ষত রয়েছে ডেটা : সূত্র
এখন শুধুই প্রার্থনা করছেন। অন্যান্য যাত্রীদের আত্মার শান্তি কামনা করেছেন ভূমি (Bhumika Chowhan)। আর মাঝে মাঝে শিউরে উঠছেন এই ভেবে “ওই বিমানে আমিও থাকতাম…“
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–