ইংল্যান্ডে অপেক্ষা করছিল মা-হারা দুই সন্তান। ফিরে তাদের দেখভালের আজীবন দায়িত্ব নেওয়ার কথা ছিল অর্জুন পাটোলিয়ার। অভিশপ্ত বিমান দুর্ঘটনা (plane crash) কেড়ে নিল দুই সন্তানের বাবাকে, যিনি স্ত্রীর অস্থি বিসর্জন করতে ভারতে এসেছিলেন। এক মিনিটে বাবাকে হারিয়ে অনিশ্চিত জীবনে ইংল্যান্ডে (UK) থাকা দুই শিশু।
আমেদাবাদের বিমান দুর্ঘটনায় (Ahmedabad plane crash) সপরিবারে প্রাণ হারিয়েছেন চিকিৎসক প্রতীক। তিন সন্তান ও স্ত্রীর মৃত্যুর হয়েছে অভিশপ্ত বিমানে। প্রবল শোকের মধ্যেই আশার কথা বাবা-মা হারা হয়ে অনিশ্তিত জীবন পায়নি তিনটি শিশু। কিন্তু লন্ডনের অর্জুনের সন্তানদের জীবনে তেমন আশার আলো জ্বলল না। মা-বাবাকে হারিয়ে অনাথ, অনিশ্চিত ভবিষ্যতে ৪ ও ৮ বছরের দুই কন্যা।
লন্ডনের বাসিন্দা অর্জুন পাটোলিয়ার স্ত্রী ভারতীবেনের প্রয়াণ হয়েছে গত সপ্তাহে। স্ত্রীর শেষ ইচ্ছা বজায় রাখতে গুজরাটের আমরেলির গ্রামে এসেছিলেন অর্জুন। স্ত্রীর অস্থি গ্রামের পুকুরে বিসর্জনে গ্রামের মানুষ ভিড় করেছিলেন। এরপরই বৃহস্পতিবারের বিমানে তার লন্ডন (London) ফেরার কথা ছিল দুই সন্তানের কাছে। কিন্তু দুই শিশু জানতেও পারল না, মায়ের পরে তারা তাদের বাবাকেও হারালো।
অর্জুনের বাবা অনেক আগেই মারা গিয়েছেন। অর্জুন সপরিবারে বর্তমানে লন্ডনের বাসিন্দা ছিলেন। তার বৃদ্ধা মা বর্তমানে শোকে পাথর। এই পরিস্থিতিতে লন্ডনে (London) দুটি শিশুর কী পরিণতি হবে তা নিয়েই চিন্তা আমরেলির গ্রামে। দুই দেশের নাগরিকত্বের জটিলতায় শেষ পর্যন্ত কাদের কাছে বড় হতে হবে তাদের, তা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন।
–
–
–
–
–
–
–
–
–
–