এয়ার ইন্ডিয়ার (Air India Flight) অভিশপ্ত বিমানের পিছনের দিক থেকে উদ্ধার হল ব্ল্যাকবক্স (Black Box)। অসমর্থিত সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার সকালে দুটি ব্ল্যাকবক্সের মধ্যে একটি হদিশ মিলেছে। ভেঙে পড়া ড্রিমলাইনারের মেটালিক বক্স থেকে ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার করার চেষ্টা চলছে। ডেটা অক্ষত আছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার লন্ডনগামী এআই-১৭১ বিমান উড়ানের কয়েক মুহূর্তের মধ্যেই মুখ থুবড়ে পড়ে। ফ্লাইটে থাকা ২৪২ জনের মধ্যে মাত্র একজন রক্ষা পেয়েছেন। ভারতের বুকে এত বড় বোয়িং বিপর্যয়ের কারণ নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ডবল ইঞ্জিনের গাফিলতি, নাকি ফ্লাইটের সামনে উড়ে এসেছিল পাখির দল – নানা জল্পনার মাঝে এবার জানা গিয়েছে, বিমানের পিছনের দিকের ব্ল্যাক বক্সটির হদিশ পাওয়া গিয়েছে। সেটা খতিয়ে দেখা হবে। ইতিমধ্যেই ডিজিসিআইয়ের (DGCI) ডিরেক্টর জেনারেলের কাছে ওই ব্ল্যাক বক্সটি পাঠিয়ে দেওয়া হয়েছে। সামনের দিকের ব্ল্যাক বক্সের হদিশ মেলেনি। দুর্ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি চলছে। বিশেষজ্ঞরা মনে করছেন যেহেতু অক্ষত অবস্থায় একটি ব্ল্যাকবক্স উদ্ধার হয়েছে ফলে ফ্লাইট ডেটা রেকর্ড থেকে অক্ষাংশ-দ্রাঘিমাংশের হিসেব, দুর্ঘটনার প্রাক মুহূর্তে ককপিটের ভিতরে কী ঘটেছিল তা নিয়ে একটা স্পষ্ট ধারণা মিলতে পারে।

–

–

–

–

–

–

–

–
–
–
–
–
–
–
–