ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ শুরু হতে আর এক সপ্তাহ বাকি রয়েছে। কিন্তু তার আগেই দেশে ফিরে এলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর(Gautam Gambhir)। গত বৃহস্পতিবারই হঠাৎ দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেনন গৌতম গম্ভীর। না ভারতীয় দলের কিংবা বোর্ডের(BCCI) কোনও নির্দেশ নয়। গৌতম গম্ভীরের(Gautam Gambhir) মা হৃদরোগে(Heart Attack) আক্রান্ত হয়েছেন। আর সেই খবর পেয়েই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন গৌতম গম্ভীর। আগামী ২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নামবে ভারতীয় দল। তবে সেই ম্যাচে গম্ভীর থাকবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি।
গত ১১ জুন হঠাতই হৃদরোগে আক্রান্ত হন গম্ভীরের(Gautam Gambhir) মা। সেই খবর পাওয়ার পরের দিনই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় দলের কোচ। এই মুহূর্তে আইসিইউ-তে রয়েছেন গম্ভীরের মা। গম্ভীরের ফেরার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে তিনি কবে ফিরে যাবেন। বোর্ড কিংবা গম্ভীর, কারোর তরফ থেকেই এখন পর্যন্ত সেভাবে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর অনুযায়ী তাঁর মায়ের শারীরিক অবস্থার ওপরই নাকি নির্ভর করছে গম্ভীরের ইংল্যান্ডে ফেরা।
এই মুহূর্তে ভারতীয়-এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নেমেছে টিম ইন্ডিয়া। সেখানেই নিজেদের ভুল ভ্রান্তি সবকিছু দেখে নেবে ভারতীয় দল। ব্যাটিং থেকে বোলিং সব জায়গাতেই নজর রয়েছে সকলের। কিন্তু সেই সময়ই দলের অনুশীলনে উপস্থিত থাকতে পারলেন না গৌতম গম্ভীর। তিনি ২০ তারিখের আগে ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেন কিনা সেটাই দেখার।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–