কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধন ১২ জুলাই হতে পারে। শুক্রবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানান রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak)। আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ওই দিন সার্কিট বেঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলেও জানান তিনি।
পাহাড়পুরে জাতীয় সড়কের ধারে ৫৩ একর জমির উপর নির্মিত এই সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামোয় রয়েছে ১৩টি কোর্ট রুম, বিচারপতিদের আবাসন, থানা এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা। স্থায়ী কাঠামোয় কাজ শুরু হলে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার মামলাগুলি এই বেঞ্চেই পরিচালিত হবে।
রাজ্যের বিভিন্ন আদালতে বর্তমানে মোট ৬ লক্ষ ৯৫ হাজার মামলা অমীমাংসিত রয়েছে। আইনমন্ত্রী (Malay Ghatak) জানান, এর মধ্যে শুধুমাত্র কলকাতা হাই কোর্টেই অমীমাংসিত মামলার সংখ্যা ৭৩ হাজার ১৬৪টি।
মন্ত্রী জানান, মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তবু মামলা বেড়ে যাওয়া এবং বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রিতাই এখন প্রধান চ্যালেঞ্জ।
আরও খবর: গিয়েছিলেন ডাক্তারদের খাবার পৌঁছতে, হস্টেলের রাধুঁনি রবি এখনও খুঁজছেন মা-মেয়েকে
–
–
–
–
–
–
–
–
–
–