স্বামীর নামে লক্ষ্মীর ভাণ্ডার! বাম-কংগ্রেস জোটের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বড় দুর্নীতির অভিযোগ

Date:

Share post:

শাসকদল তৃণমূলের দিকে দুর্নীতি ইস্যুতে আঙুল তোলা বাম-কংগ্রেস (Left-Congress) জোটের বিরুদ্ধেই দুর্নীতির বড় অভিযোগ। তেহট্ট-১ ব্লকের কানাইনগর গ্রাম পঞ্চায়েতে প্রধানের স্বামীর নামে ঢুকছে লক্ষ্মীর ভান্ডারের টাকা! অভিযোগ, দুয়ারে সরকারের ক্যাম্পে প্রভাব খাটিয়ে নিজের স্বামীর নাম লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায় ঢুকিয়েছেন কানাইনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান টগরী ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও বিভিন্ন সরকারি দফতরে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন তেহট্টর তৃণমূল (TMC) নেতৃত্ব।

অভিযোগ, পঞ্চায়েত প্রধান টগরীর স্বামী নীলোৎপল ঘোষ ৪০ মাস অর্থাৎ প্রায় চার বছর ধরে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন। লক্ষ্মীর ভান্ডারের পোর্টালেও নীলোৎপলের নাম দেখা যাচ্ছে বলে বলে অভিযোগ পঞ্চায়েতের বিরোধীদল তৃণমূলের। শুধুমাত্র মহিলাদের স্বনির্ভরতার জন্য এই প্রকল্প করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্পে কীভাবে পঞ্চায়েত প্রধানে স্বামীর নাম উঠল? প্রশ্ন তুলে সরব তৃণমূল।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান। তাঁর কথায়, দুয়ারে সরকার ক্যাম্পে নথিপত্র জমা দিয়ে লক্ষীর ভান্ডারের আবেদন করেছিলেন টগরী। সেই টাকাই তিনি পাচ্ছেন। কিন্তু সেই টাকা স্বামীর অ্যাকাউন্টে ঢুকছে কি না সেটা না কি তিনি জানেন না। পোর্টালে স্বামীর নাম কী করে এলো, সেটাও না কি তিনি জানেন না।

কিন্তু প্রশ্ন উঠছে একজন পঞ্চায়েত প্রধান হয়ে টগরী এই সব জানেন না কেন! তাহলে, তাঁর অধীনে দুর্নীতি হলে তিনি ধরবেন কী করে? যে বাম-কংগ্রেস (Left-Congress) সব সময় তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে, তাদের পঞ্চায়েত প্রধানই দুর্নীতিকে তোষণা করেন- অভিযোগ তৃণমূলের। ঘটনার তদন্তের দাবি জানিয়েছে রাজ্যের শাসকদল।

spot_img

Related articles

পুজোর আনন্দ কি পণ্ড করবে বৃষ্টিঅসুর? কী জানাল হাওয়া অফিস

হাতে মোটে আর একদিন। তারপরেই পিতৃপক্ষের অবসান। দেবীপক্ষের সূচনা। কিন্তু মুখ গোমড়া আকাশের দিকে তাকালে মন খারাপ আম...

কলকাতায় ধোনি, দেবীপক্ষের শুরুতেই তিলোত্তমায় একসঙ্গে তিন বিশ্বকাপজয়ী অধিনায়ক!

কলকাতার আকাশে বাতাসে পুজোর গন্ধ। উৎসবের মরশুমে কলকাতায়  মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। শুক্রবার বিকেলে কলকাতা বিমানবন্দরে নামেন...

Group C-Group D চাকরিহারাদের ভাতা-সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি হাই কোর্টের

SSC-র গ্রুপ-সি গ্রুপ-ডি (Group C Group D) চাকরিহারাদের ভাতা দেওয়ার সিদ্ধান্তের উপর স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়াল কলকাতা হাই...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

১৯ সেপ্টেম্বর (শুক্রবার ) ২০২৫১ গ্রাম   ১০ গ্রামপাকা সোনার বাট ১১০০৫ ₹ ১১০০৫ ₹ খুচরো পাকা সোনা...