রাজ্যে ডেইলি প্যাসেঞ্জারি করতে এসে চা বাগান নিয়ে গাল ভরা প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সব প্রতিশ্রুতি ডাহা ফেল। চা বাগানও (tea garden) প্রত্যাখ্যান করেছে বিজেপিকে। তা মেনে নিতে না পেরেই মিথ্যাচারের পথে বিজেপি বিধায়করা। তবে বিজেপি বিধায়কদের মিথ্যাচারের জবাব শুক্রবার বিধানসভায় দিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak)।
শুক্রবার দৃষ্টি আকর্ষণী পর্বে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ (Shankar Ghosh) অভিযোগ করেন, তুফানগঞ্জের (Tufanganj) রসিকবিল সংলগ্ন এক চা বাগান সরকার নিজেই ধ্বংস করছে। সেই বাগানে বহু আদিবাসী পরিবার চা চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন বলেও দাবি করেন তিনি।
এই অভিযোগেই কড়া প্রতিক্রিয়া দিয়ে শ্রমমন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak) বলেন, আপনার কাছে যদি কোনও ভিডিও বা প্রমাণ থাকে, আমাকে পাঠান। আমি ব্যবস্থা নেব। তিনি জানান, শঙ্কর ঘোষের কাছে তাঁর নম্বর রয়েছে, প্রমাণ পাঠালে সরকার উপযুক্ত পদক্ষেপ করবে।
মন্ত্রী আরও বলেন, ২০১১ সালের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে চা শ্রমিকদের মজুরি বেড়েছে। ৬৭ টাকা থেকে তা এখন ২৫০ টাকা হয়েছে। ‘চা সুন্দরী’ প্রকল্প ও ৩৫ কেজি করে বিনামূল্যে চাল দেওয়া হচ্ছে শ্রমিক পরিবারগুলিকে।
–
–
–
–
–
–
–
–
–
–