আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান এআই-১৭১ এর মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৪২ জন। এই ঘটনায় গোটা দেশ জুড়ে শোকের ছায়া। এই ভয়াবহ ট্র্যাজেডির পর টাটা গ্রুপ ঘোষণা করেছে, নিহত প্রত্যেকের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করা হবে এবং আহতদের চিকিৎসার সমস্ত ব্যয় বহন করবে সংস্থা।

টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, “এই দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমাদের চিন্তাভাবনা ও প্রার্থনা এখন প্রাণ হারানোদের পরিবার এবং আহতদের সঙ্গে রয়েছে।” তিনি আশ্বাস দিয়েছেন, আহতদের যথাযথ চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করা হবে। এই ট্র্যাজেডিতে বিমানটির ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু-সহ মোট ২৪২ জনই প্রাণ হারিয়েছেন বলে জানানো হয়েছে। বিমানটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ানের কিছুক্ষণের মধ্যেই ঘনবসতিপূর্ণ একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। বিস্ফোরণের শব্দ এবং আগুনে আশপাশের এলাকাতেও আতঙ্ক ছড়ায়।

এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন বলেন, “এই দিনটি এয়ার ইন্ডিয়ার ইতিহাসে একটি অন্ধকার দিন। এই মুহূর্তে আমাদের সমস্ত প্রচেষ্টা নিহত ও আহতদের পরিবার ও প্রিয়জনদের পাশে থাকার জন্য।” তিনি আরও জানান, “তদন্ত চলছে, তবে এখনই কারণ বলা সম্ভব নয়। এয়ার ইন্ডিয়ার তরফ থেকে একটি বিশেষ দল আহমেদাবাদে পাঠানো হয়েছে।”

আরও পড়ুন – বিমান দুর্ঘটনা নিয়ে শেষ পোস্ট, প্রয়াত করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয়

_

_

_

_

_

_

_
_
_
_
_