Friday, August 22, 2025

নাইটহুড পেলেন ডেভিড বেকহ্যাম, শুভেচ্ছা বার্তার ঢল সোশ্যাল মিডিয়ায়

Date:

ফুটবলে আকাশছোঁয়া সাফল্যের পাশাপাশি চ্যারিটিতেও তিনি সকলের থেকে এগিয়ে। নাইটহুড উপাধি পেলেন ইংল্যান্ডের কিংবদন্তী ফুটবলার ডেভিড বেকহ্যাম(David Beckham)। ফুটবলে তো তাঁর বহু সাফল্য। সেইসঙ্গে চ্যারিটিতেও ডেভিড বেকহ্যাম(David Beckham) এগিয়ে রয়েছে অনেকের থেকে। ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর পদেও রয়েছেন ডেভিড বেকহ্যাম। অবশেষে সেই বেকহ্যামকেই নাইটহুড(Knighthood) উপাধিতে ভূষিত করল ইংল্যান্ডের রাজা তৃতীয় চার্লস(King CharlesIII)। তাঁর জন্মদিনেই এই বিশেষ সম্মান পেলেন ব্রিটিশ ফুটবলের কিংবদন্তী ফুটবলার।

দেশের জার্সি থেকে ক্লাবের জার্সি, ডেভিড বেকহ্যামের(David Beckham) দুরন্ত পারফরম্যান্স বারবার মুগ্ধ করেছে গোটা বিশ্বকে। তাঁর ঝুলিতে হয়ত বিশ্বকাপ নেই একটাও। কিন্তু ফুটবলের ময়দানে গড়েছেন বহু কীর্তি। ফুটবল ছাড়ার পর থেকেই চ্যারিটিতে মন দিয়েছিলেন ডেভিড বেকহ্যাম। এরপরই ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর হয়ে উঠেছিলেন বেকহ্যাম। তবে নাইট হুডটা বেশ কয়েক বছর আগেই পেয়ে যেতে পারতেন তিনি। কিন্তু কর ফাঁকের একটা মামলায় তাঁর নাম জড়ানোর পরই সেবার হাতছাড়া হয়েছেন বেকহ্যামের নাইডহুড।

মাঝে কেটে গেছে ১৩টা বছর। অবশেষে সেই ঐতিহ্যের নাইটহুড উঠল বেকহ্যামের হাতে। এখন থেকে তাঁকে স্যার ডেভিড বেকহ্যাম বলেই ডাকা হবে। বেকহ্যামের এই অনুষ্ঠানে বসেছিল তাঁদের হাট। ছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন সহ আরও অন্যান্য তারকারাও।

দেশের জার্সিতে ১১৫টি ম্যাচ খেলেছেন ডেভিড বেকহ্যাম। তাঁর নিখুঁত ফ্রিকিক এখনও গোটা বিশ্বের ফুটবল ভক্তদের স্মৃতিতে টাটকা হয়ে রয়েছে। অ্যালেক্স ফার্গুসনের হাত ধরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সেরা সময়ের অন্যতম প্রধান সেনাপতি ছিলেন বেকহ্যাম। দিতেছেন ছটি ইংলিশ প্রিমিয়ার লিগ।

এছাড়াও জিতেছেন একটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিও। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়াও তিনি খেলেছেন রিয়্যাল মাদ্রিদ, এসি মিলান, প্যারি সাঁজা সহ অন্যান্য সেরা ক্লাবে। এবার সেই বেকহ্যামকেই নাইটহুড দিলন তৃতীয় চার্লস।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version