Wednesday, August 27, 2025

নবান্নের ছাড়পত্র ছাড়া আর নয় কোনও সমঝোতা পত্র, দফতরগুলিকে কড়া নির্দেশ রাজ্যের

Date:

রাজ্য সরকারের বিভিন্ন দফতর ইচ্ছেমতো আর কোনও সংস্থার সঙ্গে সমঝোতা পত্র (MoU) স্বাক্ষর করতে পারবে না। এবার থেকে প্রতিটি সমঝোতা পত্রের আগে বাধ্যতামূলকভাবে নিতে হবে নবান্নের অনুমতি। এই সংক্রান্ত একটি কড়া নির্দেশিকা সম্প্রতি রাজ্যের সমস্ত জেলাশাসক এবং দফতরের কাছে পাঠানো হয়েছে মুখ্যসচিবের দফতর থেকে।

নবান্ন সূত্রে খবর, পরিবহণ দফতরের একাধিক চুক্তি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল, সংশ্লিষ্ট দফতর নবান্নকে না জানিয়েই একাধিক গুরুত্বপূর্ণ সমঝোতা করেছে, যা প্রশাসনিক রীতি লঙ্ঘনের শামিল।

এরপরই মুখ্যসচিবের দফতর থেকে পাঠানো নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে— কোনও সরকারি দফতর যদি কোনও সংস্থার সঙ্গে চুক্তি করতে চায়, তাহলে আগে সেই প্রস্তাব পাঠাতে হবে মুখ্যসচিবের দফতরে। প্রস্তাবে বিস্তারিতভাবে জানাতে হবে—

• চুক্তির উদ্দেশ্য ও বিষয়বস্তু
• তার আর্থিক প্রভাব
• বাস্তবায়নের সম্ভাবনা ও সময়সীমা

চিঠিতে আরও উল্লেখ, অতীতে বহু দফতর অনুমতি ছাড়াই নানা সংস্থার সঙ্গে MoU করেছে, যার ফলাফল অনেক ক্ষেত্রেই ইতিবাচক না হয়ে সমস্যার কারণ হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই এবার থেকে অনুমতি ছাড়া কোনও চুক্তিকে সরকার মান্যতা দেবে না।

নবান্নের তরফে জানানো হয়েছে, এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট দফতরের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের ফলে সরকারের প্রশাসনিক নিয়ন্ত্রণ আরও সুসংহত হবে এবং ভবিষ্যতে কোনও অনভিপ্রেত পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।

আরও পড়ুন – গোলাপ বৃষ্টি, আতশবাজিতে স্বাগত বাগানের নতুন সচিবকে, দায়িত্ব নিয়েই বিরাট বার্তা সৃঞ্জয়ের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...
Exit mobile version