Wednesday, August 13, 2025

পুনের সেতু বিপর্যয়ে মৃত ২, দাবি ফাড়নবিশের! দুর্ঘটনার পরম্পরায় কটাক্ষ মমতার

Date:

Share post:

গাফিলতিতে দুর্ঘটনা লেগেই রয়েছে। কারো অপরাধে বহু মৃত্যু যেন পিছু ছাড়ছে না দেশবাসীর। রেলপথে দুর্ঘটনার পরে নাগরিক বিমান পরিষেবা, এমনকি সড়ক পথেও দুর্ঘটনা প্রতি মুহূর্তে আতঙ্কে রাখছে নাগরিকদের। রবিবার মহারাষ্ট্রের (Maharashtra) পুনেতে সেতু বিপর্যয়ে ২ জনের মৃত্যুর দাবি করেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশ (Devendra Fadnavis)। এই ঘটনায় বিস্ময় ও আহত বলে দাবি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee)।

পুনের (Pune) কুণ্ডমালায় সেতু বিপর্যয়ে তল্লাশি চালাচ্ছে এনডিআরএফ ও মহারাষ্ট্র প্রশাসন। একদিকে ইন্দ্রায়ানি নদীর স্রোতে একাধিক মানুষের ভেসে যাওয়ার দাবি করেন স্থানীয়রা। সেই সঙ্গে ভেঙে পড়া লোহার সেতুর তলায় ২০ থেকে ২৫ জনের আটকে পড়ার দাবি করছেন এনডিআরএফ কর্তারা। নদিতে ভেসে যাওয়ার কথা স্বীকার করেছেন মুখ্যমন্ত্রী ফাড়নবিশও (Devendra Fadnavis)। তাঁদের জন্য অনুসন্ধানও জারি রয়েছে বলে জানান তিনি। তথ্য পেশ করে ফাড়নবিশ জানান, এখনও পর্যন্ত ৬ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁরা গুরুতর আহত। আরও ৩২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

মুখ্যমন্ত্রীর দাবি থেকেই স্পষ্ট, দুর্ঘটনার সময়ে ওই পুরোনো সেতুতে কত বেশি সংখ্যায় পর্যটক ছিলেন। এই ঘটনায় শোক প্রকাশ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) দাবি করেন, সাম্প্রতিক সময়ে রেলপথে, যাত্রীবাহী বিমান থেকে এখন সাধারণ রাস্তাতেও দুর্ঘটনার যে সারি, তাতে আমি বিস্মিত ও আহত। আজ পুনের (Pune) কাছে ইন্দ্রায়ানি নদীতে যে সেতু বিপর্যয়ের ঘটনা ঘটেছে তা অত্যন্ত বেদনাদায়ক। এই সেতু দুর্ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে ইতিমধ্যেই বহু মানুষের মৃত্যু হয়েছে, এমনকি বহু মানুষ এখনও নিখোঁজ।

সেই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় জানান, মৃতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা, যদিও আমরা এখনও অপেক্ষা করে রয়েছে তাঁদের বেঁচে ফেরার খবর পাওয়ার জন্য। আসুন দুর্ঘটনার শিকার ব্যক্তিদের জীবিত থাকার উদ্দেশ্যে আমরা প্রার্থনা করি।

spot_img

Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...