মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বিএসএফ (BSF) ক্যাম্পে নিজেদের মধ্যে ঝামেলার জেরে গুলিবিদ্ধ হয়ে এক জওয়ানের মৃত্যুর খবর মিলেছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। শনিবার রাতে সহকর্মী জওয়ানের গুলিতে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হন রতন সিং (Ratan Singh)। প্রথমে অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে জঙ্গিপুর হাসপাতালে রেফার করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তাঁর মৃত্যুর খবর মিলেছে।
জওয়ান মৃত্যুর ঘটনায় বিএসএফ এবং পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ জুন রাত সাড়ে দশটা নাগাদ ডিউটিরত অবস্থায় সহকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রতন। ব্যক্তিগত কারণ থেকে ঝামেলার সূত্রপাত বলে মনে করা হচ্ছে। এরপরই অভিযুক্ত কনস্টেবল মিশ্রা গুলি চালায়। রাতেই ঘটনাস্থলে পৌঁছে যায় সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পুরো বিষয়টি তদন্তের আশ্বাস বিএসএফের শীর্ষ কর্তাদের।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–