মধ্যপ্রাচ্যের সংঘর্ষের ঝাঁঝ বাড়াচ্ছে দুই দেশ। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত হামলা পাল্টা হামলায় উত্তেজনা ইজরায়েল এবং ইরানে (Israel vs Iran)।রবিবার সকালে ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের সদর দফতর (Headquarter of the Iranian Ministry of Defense) এবং বেশ কয়েকটি পারমাণবিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে নেতানিয়াহুর দেশ। পালটা জবাব দিয়েছে তেহরান। তেল আভিভকে টার্গেট করে প্রত্যাঘাত ইরানেরও।
শুক্রবার প্রথম শুরুটা করেছিল ইজরায়েল। রাতের অন্ধকারে আকাশপথে হামলা চালিয়ে ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এই আক্রমণ ইরান সেনার চিফ অফ স্টাফ মহম্মদ বাঘেরি, রেভোলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামি, ইরানের এমার্জেন্সি কমান্ডের কমান্ডার এবং দুই শীর্ষ সেনা আধিকারিকের মৃত্যু হয়। ২৪ ঘণ্টার মধ্যেই পাল্টা জবাব দেয় ইরান। তেল আভিভের একাধিক এলাকায় চলে তাদের ড্রোন আক্রমণ। ফের এয়ার স্ট্রাইক করে ইজরায়েল। তারও প্রত্যাঘাত করে তেহরান। রবিবারের সকালেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। হামলার জেরে ইরানের একাধিক সেনা আধিকারিকের মৃত্যু হয়েছে বলে ইজরায়েলি সেনা দাবি করেছে। এরপর ইয়েমেনে জঙ্গি গোষ্ঠী হুথিরাও ইরানের সঙ্গে একজোট হয়ে ইজরায়েলে হামলা চালিয়েছে যার যে এখনও পর্যন্ত সেদেশে আট জনের মৃত্যুর খবর মিলেছে।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–