Monday, November 3, 2025

এক মাসে তিন দুর্ঘটনা! ঝুঁকির কেদার-যাত্রা এবার নিল প্রাণ, তবু চুপ DGCA

Date:

মাত্র এক মাস এক সপ্তাহ ধরে কেদারে হেলিকপ্টারে তীর্থযাত্রীদের সফর শুরু হয়েছে। তারই মধ্যে তিন বার দুর্ঘটনা কেদারনাথের হেলিকপ্টার-যাত্রায়। প্রতিটি ঘটনাতেই প্রাণহানি কোনওক্রমে রক্ষা করা সম্ভব হয়েছে। তবে রবিবারের ঘটনায় একসঙ্গে মৃত ৭, যার মধ্যে রয়েছেন বদ্রিনাথ কেদারনাথ মন্দির কমিটির এক কর্মীও। খেলনার মতো চপার দুর্ঘটনার পরেও নীরব দর্শক ডিজিসিএ (DGCA)। রবিবারের ঘটনার জেরে দুদিন বন্ধ রাখা হচ্ছে কেদারনাথে (Kedarnath Dham) চপার যাত্রা। যদিও আমেদাবাদের বিমান দুর্ঘটনায় ব্যস্ত ডিজিসিএ কতটা গুরুত্ব দেবে তা সময়ই প্রকাশ করবে।

এবছর ২ মে থেকে কেদারনাথ যাত্রা শুরু হয়। ৯ মে থেকে শুরু হয় তীর্থযাত্রীদের নিয়ে কপ্টার যাত্রা। তার পরে দেড় মাসেরও কম সময়ে তিনটি বিমান দুর্ঘটনা। চপার পরিষেবা চালু হওয়ার ১৫ দিনের মধ্যে ১৭ মে প্রথম দুর্ঘটনা। অসুস্থ তীর্থযাত্রীকে এয়ার লিফট (air lift) করতে রওনা হওয়া চপার কেদারের হেলিপ্যাডে নামার আগেই দুর্ঘটনায়। দু টুকরো হয়ে যায় চপারটি। নিরাপদে নামিয়ে আনা হয় এক চিকিৎসক, এক নার্স ও চপার চালককে।

দ্বিতীয় দুর্ঘটনা মাত্র সাতদিন আগে। রুদ্রপ্রয়াগের বারাসুর কাছে যান্ত্রিক গোলযোগ বুঝতে পেরে পাহাড়ের উপর জাতীয় সড়কেই (National Highway) চপার নামান চালক। চালকসহ ৬ যাত্রীকে নামিয়ে আনা হয় চপার থেকে। তবে চপারের তলায় পড়ে ক্ষতিগ্রস্ত হয় একটি গাড়িও।

রবিবারের দুর্ঘটনায় প্রাণ গেল সাত জনের। তার মধ্যে রয়েছেন চপারের চালক ৩৯ বছরের রাজবীর চৌহান। রাজস্থানের জয়পুরের বাসিন্দা রাজবীর ভারতীয় বায়ুসেনার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট গভর্নর। ১৫ বছর ভারতীয় সেনায় কাজ করার পরে ২০২৪ সালে কেদারনাথ চপার পরিষেবার পাইলট হিসাবে যোগ দেন। মৃতদের তালিকায় রয়েছেন বদ্রিনাথ কেদারনাথ টেম্পল কমিটির (BKTC) কর্মী বিক্রম রাওয়াত। তিনি উত্তরাখণ্ডের উখিমঠের বাসিন্দা।

অন্যান্য যাত্রীদের মধ্যে ছিলেন মহারাষ্ট্রের যাভাতমলের বাসিন্দা রাজকুমার জয়সওয়াল। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী শ্রদ্ধা জয়সওয়াল ও ২৩ মাসের কন্যা কাশি জয়সওয়াল। এছাড়াও ছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা বিনোদ দেবী ও তৃষ্টি সিং। মৃতদের দেহের খোঁজে গুপ্তকাশি এলাকার দুর্গম এলাকায় তল্লাশি শুরু করেছে এনডিআরএফ ও এসডিআরএফ। পাহাড়ি খাদ ও জঙ্গলে ঘেরা এলাকা হওয়ায় উদ্ধারকাজ সমস্যাজনক বলে দাবি স্থানীয় প্রশাসনের।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version