Sunday, November 16, 2025

প্রযোজক শ্যামসুন্দরকে অপহরণের অভিযোগ অভিনেত্রী পূজার বিরুদ্ধে! অভিযুক্ত নায়িকার স্বামীও

Date:

নিজের উপার্জনের সর্বস্ব খুইয়ে অসহায় অবস্থার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় (Actress Puja Banerjee)ও তাঁর স্বামী কুণাল বর্মা। এবার খোদ কাঠগড়াতে কর্তা-গিন্নি যুগলে। টলিউড পরিচালক শ্যামসুন্দর দে-কে (Shyamsundar Dey) অপহরণের গুরুতর অভিযোগ তাঁদের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের হয়েছে এফআইআর!

প্রযোজকের স্ত্রী মালবিকা তাঁর পোস্টে লিখেছেন, ‘‘ব্যবসায়িক সফরে গোয়ায় থাকাকালীন, শ্যাম যখন একটি ভাড়ার গাড়ি চালাচ্ছিলেন, তখন হঠাৎ পূজা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দল তাঁর পথরোধ করে এবং তাঁকে একটি অজানা স্থানে জোর করে নিয়ে যায়।’’ এরপর ৬৪ লক্ষ টাকা দাবি করা হয় বলেও অভিযোগ করেছেন শ্যামসুন্দরের অর্ধাঙ্গিনী। আরটিজিএস-এর মাধ্যমে প্রযোজক নাকি ২৩ লক্ষ টাকা দিয়েও ছিলেন। মালবিকার অভিযোগ, ‘‘এই ঘটনা শুধুই একটি গুরুতর অপরাধ নয়, এটি একজন বন্ধুর প্রতি বিশ্বাসঘাতকতা ও বিশ্বাস ভঙ্গ। শ্যামের উপর শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি, আমাদের পুরো পরিবার এই ঘটনার ফলে গভীর মানসিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। আমরা সম্পূর্ণ আইনি পথে বিষয়টি মোকাবিলা করছি এবং বিচার ব্যবস্থার ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।” এই প্রসঙ্গে অবশ্য এখনও পর্যন্ত অভিযুক্ত অভিনেত্রী এবং তাঁর স্বামীর কোনও প্রতিক্রিয়া মেলেনি। কিছুদিন আগে সেলিব্রেটি দম্পতি সোশ্যাল মিডিয়া লাইভে এসে জানিয়েছিলেন এক বন্ধু তাঁদের সর্বস্ব হাতিয়ে নিয়েছেন। কিন্তু কোনও নাম প্রকাশ করেননি। এবার মালবিকার সোশ্যাল মিডিয়া পোস্টের পর হিসেব কষতে শুরু করেছে টলিউড।

 

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...
Exit mobile version