প্রবল বৃষ্টিপাতের জেরে কেদারনাথের রাস্তায় ভূমিধসে (land slide) মৃত্যু হয়েছে এক পুণ্যার্থীর। আহত হয়েছেন আরও ২ জন। শোনপ্রয়াগ থেকে কেদারনাথ (Kedarnath) যাওয়ার পথে জঙ্গলচট্টির কাছে ঘটেছে এই দুর্ঘটনা। ধসের জেরে আরও অপ্রীতিকর ঘটনা এড়াতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে রাস্তা।
রুদ্রপ্রয়াগ (Rudraprayag) পুলিশ জানিয়েছে, কয়েকদিন ধরেই রুদ্রপ্রয়াগের (Rudraprayag) জঙ্গলচট্টি এলাকায় একনাগাড়ে প্রবল বৃষ্টির ফলে রাস্তায় বড়সড় ধস (land slide) নেমেছে। ভারি পাথর চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান এক পুণ্যার্থী। অন্যদিকে এই সপ্তাহে ওই এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে, জারি আছে হলুদ সতর্কবার্তাও। বর্তমানে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই বন্ধ করা হয়েছে এই রাস্তা।
আটকে পড়া যাত্রীদের উদ্ধার করার জন্য ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারি দল। যাত্রীদের কাছে আবেদন জানানো হয়েছে, কর্তৃপক্ষের থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাঁরা যেন হোটেলেই থাকেন।
প্রসঙ্গত, কেদারনাথ (Kedarnath) যাওয়ার জন্য চপার সুবিধা থাকলেও বেশিরভাগ যাত্রীরা হেঁটেই যাত্রা করেন। চলতি বছরের ২ মে থেকেই শুরু হয়েছে কেদারনাথ যাত্রা। তবে এই দুর্ঘটনার জেরে আপাতত বন্ধ পায়ে হেঁটে কেদারযাত্রা। অন্যদিকে সকালেই চপার দুর্ঘটনার জেরে দুদিনের জন্য সম্পূর্ণভাবে উড়ান যাত্রাও বন্ধ রাখা হয়েছে।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
