Sunday, November 16, 2025

মহারাষ্ট্রে সেতু বিপর্যয়! তলিয়ে গেলেন পর্যটকরা, দ্রুত উদ্ধারের বার্তা অভিষেকের

Date:

Share post:

লোহার সেতু ভেঙে বিপর্যয়ে ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে রক্ষণাবেক্ষণ নিয়ে উঠল প্রশ্ন। পুনেতে (Pune) ইন্দ্রায়ানি নদীর উপর একটি লোহার সেতু ভেঙে বিপর্যয়ের জেরে নিখোঁজ বহু পর্যটক। ইতিমধ্যেই এনডিআরএফ (NDRF) ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজে হাত লাগিয়েছে। কয়েকজনকে উদ্ধার করা গেলেও প্রায় ২৫ থেকে ৩০ জন পর্যটকের খোঁজ নেই বলে জানা গিয়েছে। ঘটনায় দ্রুত উদ্ধার কাজ চালানো ও প্রয়োজনীয় সাহায্যের হাত বাড়ানোর বার্তা দিয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

পুনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনস্থান কুণ্ডমালা যাওয়ার জন্য আজও পর্যটকদের ব্যবহার করতে হয় লোহার বহু পুরোনো একটি সেতু। সম্প্রতি মহারাষ্ট্রে অতিবৃষ্টির কারণে জল বেড়েছে ইন্দ্রায়ানি (Indrayani river) নদীতে। জলের তোড়ে রবিবার দুপুরে হঠাৎই সেতুর একটি অংশ ভেসে (bridge collapse) চলে যায়। তলিয়ে যান সেতুর উপরে থাকা পর্যটকরা।

বলা বাহুল্য, রবিবার হওয়ায় কুণ্ডমালা পর্যটনকেন্দ্রের এদিন খুব ভিড় ছিল। সেতুটি ভেসে যাওয়ার সময়ে তার উপর পদচারী পর্যটকরা যেমন ছিলেন, তেমনই চলছিল দুচাকার যানও। সেতু ভেঙে (bridge collapse) যাওয়ায় উপরে থাকা ব্যক্তিরা তলিয়ে যান। অন্তত ২৫-৩০ পর্যটক সেই সময়ে সেতুর উপরে ছিলেন বলে দাবি স্থানীয়রদের। স্থানীয়রাই তিনজনকে দ্রুত উদ্ধার করেন। তবে একজন তলিয়ে চলে যান বলেও জানানো হয়।

দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারের কাজ যাতে দ্রুত হয় ও নিখোঁজ ব্যক্তিদের দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায় তার বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি জানান, পুনের (Pune) কাছে ইন্দ্রায়ানি নদীতে (Indrayani river) মর্মান্তিক নদীর উপর সেতু বিপর্যয়ের ঘটনায় গভীরভাবে দুঃখিত। অনেক পর্যটকের ভেসে যাওয়ার খবর অত্যন্ত হৃদয় বিদারক। এই শোকের সময়ে দুর্ভাগ্যের শিকার পরিবারগুলির প্রতি আমার গভীর সমবেদনা। কর্তৃপক্ষের কাছে আমার আবেদন উদ্ধারকাজ দ্রুত করুন এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রতি সবরকমের সাহায্যের হাত বাড়িয়ে দিন। যাঁরা নিখওঁজ তাঁদের দ্রুত নিরাপদে উদ্ধারের প্রার্থনা করি এবং এই অপূরণীয় ক্ষতির সময়ে যেন তাঁদের পরিবার বেদনার সঙ্গে লড়াইয়ের শক্তি অর্জন করতে পারে।

এই ঘটনার পরেই প্রশ্ন উঠেছে কুণ্ডমালা পর্যটনকেন্দ্রের নিরাপত্তা ও নজরদারি নিয়ে। পাশে একটি সেতু থাকলেও লোহার সেতুর (iron vridge) ব্যবহার নিয়ে উঠেছে প্রশ্ন। সেই সঙ্গ একসঙ্গে শতাধিক লোক পুরোনো লোহার সেতুতে একসঙ্গে ওঠাতেও নজরদারি প্রশ্নের মুখে।

spot_img

Related articles

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...