Wednesday, November 5, 2025

বিরাট-রোহিতের থেকে শিক্ষা নিয়েই সাফল্যে খোঁজে গিল

Date:

ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে শুভমনের(Shubman Gill) শিক্ষক রোহিত(Rohit Sharma) , বিরাট(Virat Kohli)। হ্যাঁ এই দুই প্রাক্তন ক্রিকেটারের থেকে পাওয়া নিয়েই এবার ইংল্যান্ডের বিরুদ্ধে সাফল্যের লক্ষ্যে ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক। আগ্রাসন থেকে ট্যাকটিক্স। এই দুই জিনিসকে কাজে লাগিয়েই এবার সাফল্যের মন্ত্র খুঁজছে ভারতীয় দলের নতুন টেস্ট অধিনায়ক শুভমন গিল(Shubman Gill)। শেষপর্যন্ত তিনি সাফল্য পান কিনা সেটা তো সময়ই বলবে।

বিরাট কোহলি(Virat Kohli) থেকে রোহিত শর্মা(Rohit Sharma)। দুজনের নেতৃত্বেই খেলার অভিজ্ঞতা রয়েছে শুভমন গিলের(Shubman Gill)। দুজনের থেকে পাওয়া শিক্ষাটাই এবার কাজে লাগাতে চান শুভমন গিল। বিরাটের আগ্রাসন থেকেও তিনি যেমন শিখেছেন। তেমন রোহিত শর্মার(Rohit Sharma) ট্যাকটিক্সে আগ্রাসনও শিখেছেন এই তরুণ ক্রিকেটার।

শুভমন গিল জানিয়েছেন, “আমি যখন বিরাট ভাইয়ের নেতৃত্বে খেলেছিলাম সেই সময় তাঁর নিজের চিন্তা ও মাঠের ভিতর অত্যন্ত আগলে রাখার ব্যাপারটা আমি সবসময়ই আমার খেলার মধ্যে রাখতে চাইব। তিনি যদি বোঝেন সেটা কাজ করছেন না, সঙ্গে সঙ্গে বোলারদের সঙ্গে কথা বলতেন এবং তাদের বোঝাতেন তিনি কী চাইছেন”।

রোহিত শর্মা সরাসরি আগ্রাসন না দেখালেও, “তাঁর পরিকল্পনায় সেটা লক্ষ্য করা যায়। শুভমন গিল কিন্তু সেটাও কাজে লাগাতে চান। তিনি এই প্রসঙ্গে জানিয়েছেন, রোহিত শর্মার শরীরি ভাষা আগ্রাসী নয় ঠিকই। কিন্তু তাঁর খেলার ট্যাকটিক্স কিন্তু অত্যন্ত আগ্রাসী। ট্যাকটিকালি তিনি কিন্তু অত্যন্ত আগ্রাসী অধিনায়ক”।

শুভমন গিল কোন পজিশনে ব্যাটিং করতে নামবেন তানিয়ে অবশ্য এখনও পর্যন্ত খানিকটা ধোঁয়াশা রয়েছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version