Monday, November 3, 2025

বিরাট-রোহিতের থেকে শিক্ষা নিয়েই সাফল্যে খোঁজে গিল

Date:

ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে শুভমনের(Shubman Gill) শিক্ষক রোহিত(Rohit Sharma) , বিরাট(Virat Kohli)। হ্যাঁ এই দুই প্রাক্তন ক্রিকেটারের থেকে পাওয়া নিয়েই এবার ইংল্যান্ডের বিরুদ্ধে সাফল্যের লক্ষ্যে ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক। আগ্রাসন থেকে ট্যাকটিক্স। এই দুই জিনিসকে কাজে লাগিয়েই এবার সাফল্যের মন্ত্র খুঁজছে ভারতীয় দলের নতুন টেস্ট অধিনায়ক শুভমন গিল(Shubman Gill)। শেষপর্যন্ত তিনি সাফল্য পান কিনা সেটা তো সময়ই বলবে।

বিরাট কোহলি(Virat Kohli) থেকে রোহিত শর্মা(Rohit Sharma)। দুজনের নেতৃত্বেই খেলার অভিজ্ঞতা রয়েছে শুভমন গিলের(Shubman Gill)। দুজনের থেকে পাওয়া শিক্ষাটাই এবার কাজে লাগাতে চান শুভমন গিল। বিরাটের আগ্রাসন থেকেও তিনি যেমন শিখেছেন। তেমন রোহিত শর্মার(Rohit Sharma) ট্যাকটিক্সে আগ্রাসনও শিখেছেন এই তরুণ ক্রিকেটার।

শুভমন গিল জানিয়েছেন, “আমি যখন বিরাট ভাইয়ের নেতৃত্বে খেলেছিলাম সেই সময় তাঁর নিজের চিন্তা ও মাঠের ভিতর অত্যন্ত আগলে রাখার ব্যাপারটা আমি সবসময়ই আমার খেলার মধ্যে রাখতে চাইব। তিনি যদি বোঝেন সেটা কাজ করছেন না, সঙ্গে সঙ্গে বোলারদের সঙ্গে কথা বলতেন এবং তাদের বোঝাতেন তিনি কী চাইছেন”।

রোহিত শর্মা সরাসরি আগ্রাসন না দেখালেও, “তাঁর পরিকল্পনায় সেটা লক্ষ্য করা যায়। শুভমন গিল কিন্তু সেটাও কাজে লাগাতে চান। তিনি এই প্রসঙ্গে জানিয়েছেন, রোহিত শর্মার শরীরি ভাষা আগ্রাসী নয় ঠিকই। কিন্তু তাঁর খেলার ট্যাকটিক্স কিন্তু অত্যন্ত আগ্রাসী। ট্যাকটিকালি তিনি কিন্তু অত্যন্ত আগ্রাসী অধিনায়ক”।

শুভমন গিল কোন পজিশনে ব্যাটিং করতে নামবেন তানিয়ে অবশ্য এখনও পর্যন্ত খানিকটা ধোঁয়াশা রয়েছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...
Exit mobile version