Saturday, August 23, 2025

ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে শুভমনের(Shubman Gill) শিক্ষক রোহিত(Rohit Sharma) , বিরাট(Virat Kohli)। হ্যাঁ এই দুই প্রাক্তন ক্রিকেটারের থেকে পাওয়া নিয়েই এবার ইংল্যান্ডের বিরুদ্ধে সাফল্যের লক্ষ্যে ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক। আগ্রাসন থেকে ট্যাকটিক্স। এই দুই জিনিসকে কাজে লাগিয়েই এবার সাফল্যের মন্ত্র খুঁজছে ভারতীয় দলের নতুন টেস্ট অধিনায়ক শুভমন গিল(Shubman Gill)। শেষপর্যন্ত তিনি সাফল্য পান কিনা সেটা তো সময়ই বলবে।

বিরাট কোহলি(Virat Kohli) থেকে রোহিত শর্মা(Rohit Sharma)। দুজনের নেতৃত্বেই খেলার অভিজ্ঞতা রয়েছে শুভমন গিলের(Shubman Gill)। দুজনের থেকে পাওয়া শিক্ষাটাই এবার কাজে লাগাতে চান শুভমন গিল। বিরাটের আগ্রাসন থেকেও তিনি যেমন শিখেছেন। তেমন রোহিত শর্মার(Rohit Sharma) ট্যাকটিক্সে আগ্রাসনও শিখেছেন এই তরুণ ক্রিকেটার।

শুভমন গিল জানিয়েছেন, “আমি যখন বিরাট ভাইয়ের নেতৃত্বে খেলেছিলাম সেই সময় তাঁর নিজের চিন্তা ও মাঠের ভিতর অত্যন্ত আগলে রাখার ব্যাপারটা আমি সবসময়ই আমার খেলার মধ্যে রাখতে চাইব। তিনি যদি বোঝেন সেটা কাজ করছেন না, সঙ্গে সঙ্গে বোলারদের সঙ্গে কথা বলতেন এবং তাদের বোঝাতেন তিনি কী চাইছেন”।

রোহিত শর্মা সরাসরি আগ্রাসন না দেখালেও, “তাঁর পরিকল্পনায় সেটা লক্ষ্য করা যায়। শুভমন গিল কিন্তু সেটাও কাজে লাগাতে চান। তিনি এই প্রসঙ্গে জানিয়েছেন, রোহিত শর্মার শরীরি ভাষা আগ্রাসী নয় ঠিকই। কিন্তু তাঁর খেলার ট্যাকটিক্স কিন্তু অত্যন্ত আগ্রাসী। ট্যাকটিকালি তিনি কিন্তু অত্যন্ত আগ্রাসী অধিনায়ক”।

শুভমন গিল কোন পজিশনে ব্যাটিং করতে নামবেন তানিয়ে অবশ্য এখনও পর্যন্ত খানিকটা ধোঁয়াশা রয়েছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...

WB NEET UG 2025-এ ভর্তির সংশোধিত সময়সূচি ঘোষণা, জেনে নিন কবে কাদের ভর্তি

ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি(WB NEER UG) ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা (WB Health and...

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

এসআইআর-র(SIR) নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে বড় রকমের ক্ষতি করার চক্রান্ত।...
Exit mobile version