প্রেমিক রাজের সঙ্গে হাসিমুখে সোনম! স্বামী রাজাকে ‘খুনে’র পর চর্চায় নতুন ছবি

Date:

Share post:

মেঘালয়ে হানিমুনে গিয়ে রহস্যজনকভাবে খুন হন মধ্যপ্রদেশের ইন্দোরের যুবক রাজা রঘুবংশী। এই ঘটনায় স্ত্রী সোনম (Sonam Raghuvanshi) এবং তাঁর প্রেমিক রাজ কুশওয়াহা-সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখনও রাজা হত্যাকাণ্ডের জট কাটেনি। এরই মধ্যে সোনম রঘুবংশী ও তাঁর প্রেমিক রাজের হাসিমুখের ছবি নতুন করে চর্চায় এসেছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (ভাইরাল ছবি বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) এই ছবিতে দেখা যাচ্ছে, রাজের পরনে মেরুন রঙের কুর্তা ও কপালে লাল তিলক। সোনম (Sonam Raghuvanshi) পরেছেন রুপোলি রঙের শাড়ি। পাশাপাশি রাজ-সোনমকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। রাজের কাঁধে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতও দেখা গিয়েছে। এই ছবি সামনে আসতেই প্রশ্ন উঠছে, তারা কি কোনও ধর্মীয়স্থানে গিয়েছিলেন? কোথায় তোলা হয়েছিল এই ছবি? আদৌ কি ওই সময় তাঁরা স্বামী-স্ত্রীর পরিচয়ে ছিলেন, নাকি অন্য পরিচয়ে?

প্রসঙ্গত, ২ জুন মেঘালয়ের (Meghalaya) এক পাহাড়ি এলাকায় উদ্ধার হয় রাজা রঘুবংশীর দেহ। পুলিশ সূত্রে খবর, ২৩ মে-ই তাঁকে খুন করা হয়। প্রাথমিক তদন্তে উঠে আসে, সোনম এবং রাজ মিলে রাজাকে খুনের ছক কষেছিলেন। যদিও সোনমের পরিবার দাবি করে, রাজের সঙ্গে সোনমের কোনো প্রেমের সম্পর্ক তাঁরা জানতেন না। তবে পুলিশ স্পষ্ট জানিয়েছে, রাজা হত্যাকাণ্ডে সোনম ও রাজ— উভয়েরই সক্রিয় ভূমিকা রয়েছে। তাঁদের সঙ্গে আরও তিন ভাড়া করা খুনিকে গ্রেফতার করেছে পুলিশ।

তদন্তকারীদের মতে, সোনম-রাজের ঘনিষ্ঠতা এবং পূর্বপরিকল্পিত হত্যার পিছনে আরও গভীর ষড়যন্ত্র থাকতে পারে। ভাইরাল হওয়া ছবি সেই সম্ভাবনাকেই আরও জোরালো করে দিচ্ছে। এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেককে পুলিশি হেফাজতে নিয়ে জেরা চালানো হচ্ছে।

spot_img

Related articles

শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ওভারে জয়, ফাইনালের আগে গম্ভীরের চিন্তা বাড়ালেন বোলাররা

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ নিতান্তই নিয়মরক্ষার। ভারত আগেই ফাইনালে চলে গিয়েছে। শ্রীলঙ্কার আবার সেই সম্ভাবনা নেই। কিন্তু রবিবার পাকিস্তানের...

লাদাখের কণ্ঠরোধে বল প্রয়োগ: সোনমকে পাঠানো হল যোধপুর জেলে, শহরে বন্ধ ইন্টারনেট

আন্দোলনের অন্যতম চালক পরিবেশকর্মী সোনম ওয়াংচুকে (Sonam Wangchuk) গ্রেফতার করলেই ক্ষোভ ছড়িয়ে পড়বে, আন্দাজ করেছিল অমিত শাহের (Amit...

শাহর বিরুদ্ধে মূর্তি ভাঙার অভিযোগকারী, তারই পুজোর উদ্বোধনে স্বরাষ্ট্রমন্ত্রী!

স্বরাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। দাবি করেছিলেন, অমিত শাহর প্ররোচনায় বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপির গুণ্ডাবাহিনী। শুক্রবার কলকাতায়...

কলকাতা থেকে জেলায় পুজো দেখতে বেরিয়ে হয়রান! এক App-এই সমাধান রাজ্য পুলিশের

কখনও পুজোর প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে খুঁজে না পাওয়া। আবার কখনও যানজটে আটকে যাওয়া। কলকাতা শহর থেকে জেলা শহরে...