Wednesday, November 5, 2025

আগামী ২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে ভারত(Team India)। সেখানেই ভারতীয় টেস্ট অধিনায়ক হিসাবে অভিষেক হবে শুভমন গিলের(Shubman Gill)। এই মুহূর্তে তাঁকে ঘিরে যে সকলের প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। এমন পরিস্থিতিতেই শুভমন গিলের(Shubman Gill) উদ্দেশ্যে বিশেষ পরামর্শ প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বিশেষ করে ইংল্যান্ডে সাফল্য পেতে গেলে কী করতে হবে তাই বললেন সৌরভ।

অধিনায়ক হওয়ার পরই ইংল্যান্ডের মুখোমুখি শুভমন গিল। চ্যালেঞ্জটা যে অনেক গুনে বেড়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এমন পরিস্থিতিতে কী হয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা ভারতীয় ক্রিকেট মহল। সেই পরিস্থিতিতে শুভমন গিল সামাল দিতে পারে কিনা সেটা তো সময়ই বলবে।

এই পরিস্থিতিতেই সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly) শুভমন গিলের(Shubman Gill) উদ্দেশ্যে বিশেষ পরামর্শ দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইংল্যান্ডের মাটিতে শুভমন গিলকে সাফল্য পেতে হলে সিম এবং সুইং দুটোই অত্যন্ত সাবধানতার সঙ্গে সামাল দিতে হবে। ২ উইকেটে ১০০ রান, এই পরিস্থিতিতে ব্যাটিং করতে নামা এবং ২০ রানের বিনিময়ে ৪ উইকেট খুইয়ে ব্যাটিং করতে নামা, দুটো পরিস্থিতি কিন্তু সবসময়ই আলাদা। তাই ডিফেন্স যেমন মজবুত করতে হবে, তেমনই অফ স্টাম্পের বল কেমনভাবে ছাড়তে হবে সেটাও বুঝতে হবে।

শুভমন গিল ইন্ট্রা স্কোয়াডে অর্ধশতরান পেয়েছেন। আর সেটা যে খানিকটা হলেও ভারতীয় শিবিরকে স্বস্তি দেবে তা বলার অপেক্ষা রাখে না। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে পরিস্থিতিটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সেখানেই গিল সাফল্য পান কিনা সেটাই দেখার।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version