ধর্মঘটের রাজনীতিকে ফিরিয়ে আনার লক্ষ্যে শ্রমিক সংগঠনকে শক্তিশালী করার পথে বামেরা। বাংলায় তৃণমূল সরকার গঠনের পর থেকে যেভাবে কর্মনাশা বন্ধ-ধর্মঘট বিলুপ্ত করা হয়েছে, রাজনৈতিক ময়দানে ফের জায়গা দখল করলে বাংলায় যে সেই ধর্মঘটের রাজনীতি তুলে ধরা হবে, স্পষ্ট করে দেওয়া হল বাম শ্রমিক সংগঠন পক্ষ থেকে। সারা বাংলা ধর্মঘট সফল করার উদ্দেশ্যে আগেই গঠন করা ফেলা হলো সিটুর (CITU) রাজ্য কমিটি।

বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ-এর রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় ১৩ জুন থেকে ১৫ জুন। হলদিয়ার এই সম্মেলনে সম্পাদক নির্বাচিত হন জিয়াউল আলম ও সভাপতি নির্বাচিত হন অনাদি শাহু (Anadi Sahu)। এই সম্মেলন থেকেই ৯ জুলাই সারা বাংলা ধর্মঘটের প্রস্তুতি শুরু করে শ্রমিক সংগঠন সিটু (CITU)।

সিটু-র (CITU) তরফে ৩ দিনের সম্মেলনে যোগ দেন পরিবহন, চাশ্রমিক, বিড়ি শ্রমিক থেকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ স্তরের কর্মীরা। ৩৫ জনের সম্পাদকমন্ডলী গঠিত হয় এদিন। স্থানীয় স্তরের শ্রমিকদের দাবি নিয়ে নতুন করে জেগে ওঠার চেষ্টায় বামেরা। সেই উদ্দেশ্যেই ৯ জুলাই ধর্মঘট ও ঘেরাওয়ের ডাক দেওয়া হয় সম্মেলন থেকে।

–

–

–

–

–

–

–

–
–
–
–