ইরান-ইজরায়েল যুদ্ধের ছায়া ক্রমেই ঘন হচ্ছে পশ্চিম এশিয়ায়। আর সেই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরানে আটকে রয়েছেন প্রায় ১,৬০০ ভারতীয় নাগরিক। তাঁদের মধ্যে ১৪০ জন তেহরান বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল বিভাগের ছাত্রছাত্রী। পাশাপাশি, প্রতিবেশী ইরাকে আটকে রয়েছেন অন্তত ১৮৩ জন ভারতীয় তীর্থযাত্রী।

যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে আটকে পড়া ভারতীয়দের পরিবার ও প্রিয়জনদের মধ্যে। ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকের কাছে তাঁদের তরফে আর্জি জানানো হয়েছে—যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনা হোক সকলকে।

বিভিন্ন মহল, রাজনৈতিক সংগঠন ও মানবাধিকার কর্মীদের তরফে কেন্দ্রের কাছে এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য প্রকাশের দাবি উঠেছে। কারা কোথায় রয়েছেন, তাঁদের ফেরানোর জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে—সেসব জানাতে বলা হয়েছে কেন্দ্রকে।

পরিবারের এক সদস্যের কথায়, “আমার ছেলে তেহরানে মেডিক্যাল পড়ছে। গত কয়েক দিন ধরে খুব চিন্তায় আছি। ওরা ওখানে নিরাপদ আছে তো? সরকার যেন অবিলম্বে ওদের ফিরিয়ে আনার ব্যবস্থা করে।” সূত্রের খবর, দিল্লিতে বিদেশ দফতরের একাধিক আধিকারিক পরিস্থিতির উপর নজর রাখছেন। সম্ভাব্য উদ্ধার ও ফেরত আনার পরিকল্পনা নিয়েও আলোচনা শুরু হয়েছে বলেই খবর। তবে আনুষ্ঠানিকভাবে কেন্দ্র এখনও কোনও সময়সীমা জানায়নি।

উল্লেখযোগ্য, ২০২৪-এর গোড়ায় ইরান ও ইজরায়েলের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা আরও তীব্র হয়ে ওঠে। আন্তর্জাতিক কূটনৈতিক মহল আশঙ্কা করছে, এই যুদ্ধ পরিস্থিতি আরও খারাপ হলে, পশ্চিম এশিয়ায় বসবাসকারী লক্ষাধিক ভারতীয় নাগরিকের নিরাপত্তা বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। ফলে এখনই প্রয়োজন দ্রুত পদক্ষেপের। যুদ্ধ না বাড়লেও, নিরাপত্তা সুনিশ্চিত করতে আটকে থাকা পড়ুয়াদের ও তীর্থযাত্রীদের নিরাপদে ফিরিয়ে আনার দাবিতে সরব গোটা দেশ। পরিবারগুলির একটাই অনুরোধ—“শুধু ফিরিয়ে দিন আমাদের সন্তানদের, ওরাই আমাদের ভবিষ্যৎ।”

আরও পড়ুন – টেক-অফের ঠিক আগে বিপত্তি! ফের যান্ত্রিক ত্রুটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে

_

_

_

_
_
_
_
_
_