দেশে একের পর এক দুর্ঘটনা! মৃত্যু মিছিল নিয়ে বিধানসভা থেকে কেন্দ্রের তোপ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলা। আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনা। কেদারের পথে চপার ভেঙে পড়া। পুনেতে সেতু ভেঙে দুর্ঘটনা। গোটা দেশে একের পর এক দুর্ঘটনায় কেন্দ্রের ভেঙে পড়া সরকারকে ‘চোরেদের সরকার’ বলে তোপ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিধানসভার অধিবেশনে দেশের মানুষের বিপন্ন অবস্থা তুলে ধরে কেন্দ্রের বিজেপি সরকারের ব্যর্থতার ছবি তুলে ধরেন তিনি।

বিধানসভার (state assembly) অধিবেশনে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রসঙ্গ তুলে ধরতেই বিজেপি বিধায়করা মুখ্যমন্ত্রীর (Chief Minister) বক্তব্যে বাধা দেওয়ার চেষ্টা করেন। রাজ্যের মানুষের বঞ্চনা, দুঃখের কথা তুলতেই কেন্দ্রের ধ্বজাধারীদের বক্তব্যে বাধা দানে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি তোপ দাগেন, সত্যি কথা শোনার সাহস নেই। চোরেদের সরকার একটা কেন্দ্রে।

তারই ব্যাখ্যা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী (Chief Minister) স্পষ্ট করে দেন, রোজ দুর্ঘটনা, রোজ মানুষের মৃত্যুর মিছিল। লজ্জা করে না? মানুষকে নিরাপত্তা দিতে পারে না। মানুষের জীবন যৌবন বিপর্যস্ত। আজ সারা ভারত জুড়ে মৃত্যুর মিছিল। কোথায় সম্মান দিয়ে বাঁচা উচিত। তা নেই।

তা সত্ত্বেও বাংলার তরফ থেকে যে রাজনৈতিক সৌজন্য দেখানো হয়েছে, তার উল্লেখ করে মুখ্যমন্ত্রী এদিন বলেন, আপনাদের ডাকাতদের গদ্দার সারা ভারতবর্ষকে ডাকাতি করে শেষ করে দিয়েছে। দেশটাকে বিক্রি করে দিয়েছে। মানুষের নিরাপত্তা নিয়ে আপনাদের কোনও চিন্তা নেই। যেদিন গুজরাটের অতগুলো লোক মারা গিয়েছে আমাদের হৃদয় কাঁদছে। আমরা একটি কথাও বলিনি। মনে রাখবেন এটাকে বলে রাজনৈতিক সৌজন্য।

spot_img

Related articles

আসানসোলে চিটফান্ড কেলেঙ্কারির অভিযুক্তের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই, জানালো ঘাসফুল শিবির

আসানসোলে প্রায় ৩৫০ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারিতে 'তৃণমূল নেতা'র নাম জড়িয়ে যে ভিত্তিহীন অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা...

ইস্টবেঙ্গলকে টিপ্পনি দেবাশিসের, ফেডারেশনকে তোপ সৃঞ্জয়ের

আইএফএ শিল্ড(IFA Shiled) জয়ের জন্য ভাইফোঁটার বিকেলে পতাকা উত্তোলন হল মোহনবাগান ক্লাবে (Mohunbagan) । পতাকা উত্তোলন করলেন ক্লাবের...

ধর্মীয় রঙ লাগাতে ব্যর্থ বিজেপি! কাকদ্বীপে কালী মূর্তি ভাঙার ঘটনায় ব্যাখ্যা পুলিশের 

মঙ্গলবার রাতে কাকদ্বীপের সূর্যনগর এলাকার একটি কালীমন্দিরে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা হামলা চালিয়ে কালী প্রতিমা ভাঙচুর করার অভিযোগ ওঠে। বুধবার...

বোনের কাছে ভাইফোঁটা শোভনদেবের, টলিনায়িকারা ফোঁটা দিলেন অরূপকে

বাংলা জুড়ে আজ উৎসবের আমেজ। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলেই মাতলেন ভাইফোঁটা উদযাপনে। সকাল গড়িয়ে বিকেল তবু এখনও...