দেশে একের পর এক দুর্ঘটনা! মৃত্যু মিছিল নিয়ে বিধানসভা থেকে কেন্দ্রের তোপ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলা। আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনা। কেদারের পথে চপার ভেঙে পড়া। পুনেতে সেতু ভেঙে দুর্ঘটনা। গোটা দেশে একের পর এক দুর্ঘটনায় কেন্দ্রের ভেঙে পড়া সরকারকে ‘চোরেদের সরকার’ বলে তোপ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিধানসভার অধিবেশনে দেশের মানুষের বিপন্ন অবস্থা তুলে ধরে কেন্দ্রের বিজেপি সরকারের ব্যর্থতার ছবি তুলে ধরেন তিনি।

বিধানসভার (state assembly) অধিবেশনে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রসঙ্গ তুলে ধরতেই বিজেপি বিধায়করা মুখ্যমন্ত্রীর (Chief Minister) বক্তব্যে বাধা দেওয়ার চেষ্টা করেন। রাজ্যের মানুষের বঞ্চনা, দুঃখের কথা তুলতেই কেন্দ্রের ধ্বজাধারীদের বক্তব্যে বাধা দানে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি তোপ দাগেন, সত্যি কথা শোনার সাহস নেই। চোরেদের সরকার একটা কেন্দ্রে।

তারই ব্যাখ্যা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী (Chief Minister) স্পষ্ট করে দেন, রোজ দুর্ঘটনা, রোজ মানুষের মৃত্যুর মিছিল। লজ্জা করে না? মানুষকে নিরাপত্তা দিতে পারে না। মানুষের জীবন যৌবন বিপর্যস্ত। আজ সারা ভারত জুড়ে মৃত্যুর মিছিল। কোথায় সম্মান দিয়ে বাঁচা উচিত। তা নেই।

তা সত্ত্বেও বাংলার তরফ থেকে যে রাজনৈতিক সৌজন্য দেখানো হয়েছে, তার উল্লেখ করে মুখ্যমন্ত্রী এদিন বলেন, আপনাদের ডাকাতদের গদ্দার সারা ভারতবর্ষকে ডাকাতি করে শেষ করে দিয়েছে। দেশটাকে বিক্রি করে দিয়েছে। মানুষের নিরাপত্তা নিয়ে আপনাদের কোনও চিন্তা নেই। যেদিন গুজরাটের অতগুলো লোক মারা গিয়েছে আমাদের হৃদয় কাঁদছে। আমরা একটি কথাও বলিনি। মনে রাখবেন এটাকে বলে রাজনৈতিক সৌজন্য।

spot_img

Related articles

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের, ছাড়পত্র মন্ত্রিসভার বৈঠকে

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার (Factory) জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের। ওই জমির ৩৫৫ একর আনুষ্ঠানিক ভাবে...

সোনম ওয়াংচুকে পাক-চর প্রমাণের মরিয়া চেষ্টা! গুলি চালানো নিয়ে প্রশ্ন তুলল বিজেপিই

বিজেপির বিরোধিতা করলেই তারা দেশদ্রোহী। বারবার দেশের একাধিক রাজনীতিককে জেলে ভরে তারপরে তাঁদের বিরুদ্ধে অভিযোগ সাজিয়ে তা প্রমাণ...

ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! এবার বেহালায়

পঞ্চমীর সকালে ফের বিদ্যুৎস্পৃষ্ট (Electrocution) হয়ে মৃত্যু! শনিবার সকালে কলকাতার বেহালা-সরশুনা (Behala Shorsuna) এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন...

নবমী থেকেই বাড়বে বৃষ্টি: এক সপ্তাহের পূর্বাভাস শোনালো আবহাওয়া দফতর

আগে যেমন পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর, তার ব্যতিক্রম হল না মহাপঞ্চমীর পূর্বাভাসে। আপাতত নবমী পর্যন্ত যেভাবে মেঘ-বৃষ্টিকে সঙ্গী...