Saturday, November 8, 2025

দেশে একের পর এক দুর্ঘটনা! মৃত্যু মিছিল নিয়ে বিধানসভা থেকে কেন্দ্রের তোপ মুখ্যমন্ত্রীর

Date:

জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলা। আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনা। কেদারের পথে চপার ভেঙে পড়া। পুনেতে সেতু ভেঙে দুর্ঘটনা। গোটা দেশে একের পর এক দুর্ঘটনায় কেন্দ্রের ভেঙে পড়া সরকারকে ‘চোরেদের সরকার’ বলে তোপ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিধানসভার অধিবেশনে দেশের মানুষের বিপন্ন অবস্থা তুলে ধরে কেন্দ্রের বিজেপি সরকারের ব্যর্থতার ছবি তুলে ধরেন তিনি।

বিধানসভার (state assembly) অধিবেশনে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রসঙ্গ তুলে ধরতেই বিজেপি বিধায়করা মুখ্যমন্ত্রীর (Chief Minister) বক্তব্যে বাধা দেওয়ার চেষ্টা করেন। রাজ্যের মানুষের বঞ্চনা, দুঃখের কথা তুলতেই কেন্দ্রের ধ্বজাধারীদের বক্তব্যে বাধা দানে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি তোপ দাগেন, সত্যি কথা শোনার সাহস নেই। চোরেদের সরকার একটা কেন্দ্রে।

তারই ব্যাখ্যা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী (Chief Minister) স্পষ্ট করে দেন, রোজ দুর্ঘটনা, রোজ মানুষের মৃত্যুর মিছিল। লজ্জা করে না? মানুষকে নিরাপত্তা দিতে পারে না। মানুষের জীবন যৌবন বিপর্যস্ত। আজ সারা ভারত জুড়ে মৃত্যুর মিছিল। কোথায় সম্মান দিয়ে বাঁচা উচিত। তা নেই।

তা সত্ত্বেও বাংলার তরফ থেকে যে রাজনৈতিক সৌজন্য দেখানো হয়েছে, তার উল্লেখ করে মুখ্যমন্ত্রী এদিন বলেন, আপনাদের ডাকাতদের গদ্দার সারা ভারতবর্ষকে ডাকাতি করে শেষ করে দিয়েছে। দেশটাকে বিক্রি করে দিয়েছে। মানুষের নিরাপত্তা নিয়ে আপনাদের কোনও চিন্তা নেই। যেদিন গুজরাটের অতগুলো লোক মারা গিয়েছে আমাদের হৃদয় কাঁদছে। আমরা একটি কথাও বলিনি। মনে রাখবেন এটাকে বলে রাজনৈতিক সৌজন্য।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version