Saturday, November 8, 2025

বাংলার রাজনৈতিক পরিবেশকে নক্কারজনক পরিস্থিতিতে নিয়ে গিয়েছে বিজেপির কুৎসার রাজনীতি। নজিরবিহীন ব্যক্তিগত কুৎসার রাজনীতি বাংলার মানুষকে দেখিয়েছেন বিজেপির একেবারে শীর্ষ স্থানের নেতৃত্ব। তার মধ্যে যেমন বিধানসভার বিরোধী দলনেতা রয়েছেন, তেমনই রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। সব আক্রমণের কেন্দ্রে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিধানসভায় (state assembly) দাঁড়িয়ে বিজেপির সেই কুৎসিত ব্যক্তি আক্রমণকে কড়া জবাব মুখ্যমন্ত্রীর (Chief Minister)। যেভাবে কুৎসিত রাজনীতি বিজেপি চালাচ্ছে, তাতে তাঁরা আগামী বিধানসভা নির্বাচনে (2026 assembly election) শূন্য হয়ে যাবেন বলে দাবি করেন তৃণমূল নেত্রী।

সোমবার বিধানসভার অধিবেশনে বিজেপি রাজ্যসভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumder) হাফ মিনিস্টার বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চ্যালেঞ্জ করে বলেন, আজ পর্যন্ত একটা প্রমাণ দিতে পারেননি। কাকে নিয়ে কথা বলছেন। যান ফাইলগুলো খুঁজে আসুন। আমি দুবার রেলমন্ত্রী (Railway Minister) ছিলাম। অনেকগুলো বাজেট প্লেস করেছি, অন্তর্বর্তী বাজেটসহ। আমি চলে আসার পর আপনারা কেউ তো ছাড়েননি। প্রত্যেকটা ফাইল নিয়ে গিয়েছিলেন। একটা ফাইলে কিছু খুঁজে পেয়েছেন।

যে কুৎসা বিজেপি চালাচ্ছে, তার প্রেক্ষিতে স্বচ্ছতা তুলে ধরে মুখ্যমন্ত্রী বিধানসভায় জানান, আমি ইচ্ছা করলে মাসে দেড় লক্ষ টাকা ২০১১ সাল থেকে অবসর ভাতা পেতে পারতাম। আমি সাতবারের সাংসদ (MP) ছিলাম। মনে রাখবেন আমি বিধানসভাতেও (state assembly) এক পয়সা বেতন নিই না। যখন কোনও সার্কিট হাউসে থাকি নিজে ভাড়া দিয়ে থাকি। খাবারের খরচটাও আমি নিজে দিই। এটা থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত।

এখানেই বিজেপির অশ্লীলতাকে চ্যালেঞ্জ করে বাংলার মুখ্যমন্ত্রী দাবি করেন, কার বিরুদ্ধে আপনারা অশ্লীল মন্তব্য করেন। আমি কী পরব, কী খাব সেটা আপনারা ঠিক করে দেবেন? সারাক্ষণ এমনভাবে অসম্মান ও অপমান করছেন, আমি বিশ্বাস করি আগামী ২০২৬-এর বিধানসভায় (2026 assembly election) বিজেপি শূন্য হয়ে যাবে।

Related articles

Exclusive: শুধু সংসারের নয়, গাড়ির স্টিয়ারিং হাতে নিন নারী: বার্তা কলকাতার মহিলা ক্যাব চালকের

জয়িতা মৌলিক গাড়ির স্টিয়ারিং-এ মহিলা। মহানগরীর রাজপথে একেবারেই বিরল নয়। তবে, সেই গাড়ি যদি হয় WB05-8198 নম্বরের অ্যাপ ক্যাব?...

পার্লামেন্ট-ফোবিয়া: শীতকালীন অধিবেশনের সময় কমিয়ে দেওয়ায় তোপ তৃণমূলের

শনিবার ঘোষণা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশনের। সংসদীয় মন্ত্রী জানিয়েছেন ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...
Exit mobile version