Monday, November 17, 2025

প্রথম টেস্ট শুরু হওয়ার আগেই ভারতীয় শিবিরে যোগ দিচ্ছেন কোচ গৌতম গম্ভীর(Gautam Gambhir)। সবকিছু ঠিকঠাক চললে আগামী ১৭ জুন ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন। ১৬ জুনই ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন ভারতীয় দলের বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান কোচ গৌতম গম্ভীর(Gautam Gambhir)। মায়ের অসুস্থতার জন্য হঠাত্ই ভারতে ফিরে এসেছিলেন তিনি। শোনা যাচ্ছে তাঁর মায়ের শরীর নাকি খানিকটা ভালো রয়েছে। এরপরই ইংল্যান্ডে(England) ফিরে যাওয়ার সিদ্ধান্ত।

গত সপ্তাহে হঠাত্ই হৃদরোগে আক্রান্ত হন গৌতম গম্ভীরের মা। সেই খবর পাওয়া মাত্রই দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন গৌতম গম্ভীর। তিনি ফিরে আসার পর থেকেই শুরু হয়েছিল জল্পনা। গৌতম গম্ভীর ফিরে আসার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল। বিশেষ করে ভারতীয় দলের প্রথম টেস্টের আগে তিনি যোগ দিতে পারবেন কিনা সেটাই সবচেয়ে বেশি ভাবাচ্ছিল সকলকে।

এমন সময়ই শোনা যাচ্ছিল যে ভিভিএস লক্ষ্মণ নাকি গৌতম গম্ভীরের অনুপস্থিতিতে নাকি ভারতীয় দলের টেম্পোরারির কোচের দায়িত্ব সামলাবেন। কিন্তু গম্ভীরের ফেরার খবর পাওয়ার পরই কার্যত সেই দায়িত্ব আর সমলাতে হবে না ভিভিএস লক্ষ্মণকে। আপাতত লক্ষ্মণ দেশেই ফিরে আসছেন।

নতুন অধিনায়ক শুভমন গিলের(Shubman Gill) সামনে যেমন এই সিরিজ এক বড় পরীক্ষা। তেমনই গৌতম গম্ভীরের কাছেও বড় চ্যালেঞ্জ এই অ্যান্ডারসন-তেন্ডুলকর সিরিজ(Anderson-Tendulkar Trophy)। সিরিজ শুরু ২০ জুন থেকে। তার অবশ্য বেশ কয়েকদিন আগেই ইংল্যান্ড পৌঁছচ্ছেন গৌতম গম্ভীর।

Related articles

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...
Exit mobile version