Saturday, November 15, 2025

২০২৬-এ বিজেপি শূন্য! ব্যক্তিগত কুৎসার জবাবে বিধানসভায় দাবি মমতার

Date:

Share post:

বাংলার রাজনৈতিক পরিবেশকে নক্কারজনক পরিস্থিতিতে নিয়ে গিয়েছে বিজেপির কুৎসার রাজনীতি। নজিরবিহীন ব্যক্তিগত কুৎসার রাজনীতি বাংলার মানুষকে দেখিয়েছেন বিজেপির একেবারে শীর্ষ স্থানের নেতৃত্ব। তার মধ্যে যেমন বিধানসভার বিরোধী দলনেতা রয়েছেন, তেমনই রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। সব আক্রমণের কেন্দ্রে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিধানসভায় (state assembly) দাঁড়িয়ে বিজেপির সেই কুৎসিত ব্যক্তি আক্রমণকে কড়া জবাব মুখ্যমন্ত্রীর (Chief Minister)। যেভাবে কুৎসিত রাজনীতি বিজেপি চালাচ্ছে, তাতে তাঁরা আগামী বিধানসভা নির্বাচনে (2026 assembly election) শূন্য হয়ে যাবেন বলে দাবি করেন তৃণমূল নেত্রী।

সোমবার বিধানসভার অধিবেশনে বিজেপি রাজ্যসভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumder) হাফ মিনিস্টার বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চ্যালেঞ্জ করে বলেন, আজ পর্যন্ত একটা প্রমাণ দিতে পারেননি। কাকে নিয়ে কথা বলছেন। যান ফাইলগুলো খুঁজে আসুন। আমি দুবার রেলমন্ত্রী (Railway Minister) ছিলাম। অনেকগুলো বাজেট প্লেস করেছি, অন্তর্বর্তী বাজেটসহ। আমি চলে আসার পর আপনারা কেউ তো ছাড়েননি। প্রত্যেকটা ফাইল নিয়ে গিয়েছিলেন। একটা ফাইলে কিছু খুঁজে পেয়েছেন।

যে কুৎসা বিজেপি চালাচ্ছে, তার প্রেক্ষিতে স্বচ্ছতা তুলে ধরে মুখ্যমন্ত্রী বিধানসভায় জানান, আমি ইচ্ছা করলে মাসে দেড় লক্ষ টাকা ২০১১ সাল থেকে অবসর ভাতা পেতে পারতাম। আমি সাতবারের সাংসদ (MP) ছিলাম। মনে রাখবেন আমি বিধানসভাতেও (state assembly) এক পয়সা বেতন নিই না। যখন কোনও সার্কিট হাউসে থাকি নিজে ভাড়া দিয়ে থাকি। খাবারের খরচটাও আমি নিজে দিই। এটা থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত।

এখানেই বিজেপির অশ্লীলতাকে চ্যালেঞ্জ করে বাংলার মুখ্যমন্ত্রী দাবি করেন, কার বিরুদ্ধে আপনারা অশ্লীল মন্তব্য করেন। আমি কী পরব, কী খাব সেটা আপনারা ঠিক করে দেবেন? সারাক্ষণ এমনভাবে অসম্মান ও অপমান করছেন, আমি বিশ্বাস করি আগামী ২০২৬-এর বিধানসভায় (2026 assembly election) বিজেপি শূন্য হয়ে যাবে।

spot_img

Related articles

লালকেল্লার কাছে বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার মেডিক্যাল ছাত্র!

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের (Delhi Blast near Red fort) ঘটনায় এবার উত্তর দিনাজপুরের (North Dinajpur) সূর্যাপুর বাজার...

শনির সকালে বড়বাজারে ভয়াবহ আগুন, এজরা স্ট্রিটে জ্বলছে একের পর এক বিল্ডিং! 

সকালের আলো ভালো করে ফোটার আগেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন থেকে...

বাজেয়াপ্ত করা বিস্ফোরকেই বিস্ফোরণ! জম্মু ও কাশ্মীরের নওগাম থানায় আহত অন্তত ৮

দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে দিল্লি পুলিশের পাশাপাশি, হরিয়ানা পুলিশ ও জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir police) লাগাতার...

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...