Tuesday, November 11, 2025

জোর করে ভারতীয়দের বাংলাদেশে ‘পাচার’! বাংলার চাপে অবশেষে ফিরলেন চারজন

Date:

শুধুমাত্র তাঁদের ভাষা বাংলা। সেই ‘অপরাধে’ নিজের দেশ থেকে কার্যত ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল ডবল ইঞ্জিন (double engine) প্রশাসনের যৌথ ষড়যন্ত্র। তবে বাংলার প্রশাসনের দ্রুত তৎপরতায় একে একে ঘরে ফিরছেন বিভিন্ন জেলা থেকে বাংলাদেশে বিএসএফ-এর (BSF) অতি সক্রিয়তায় চলে যাওয়া পরিযায়ী শ্রমিকরা।

মুর্শিদাবাদের মেহবুব শেখ বাংলাদেশ থেকে বাড়িতে যোগাযোগ করে জানালে প্রথম মুম্বই পুলিশ (Mumbai Police) ও বিএসএফ-এর (BSF) যৌথ ষড়যন্ত্রের বিষয়টি প্রকাশ্যে আসে। জানা যায়, মুর্শিদাবাদের মিনারুল শেখ ও নিজামুদ্দিন শেখ এবং বর্ধমানের মোস্তাফা শেখ শুধুমাত্র বাংলা ভাষী ও বাংলার বাসিন্দা হওয়ার অপরাধে তাঁদের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল বিএসএফ। এরপরই রাজ্য সরকার বিএসএফ-এর সঙ্গে কথা বলে এদের ফেরানোর ব্যবস্থা করে।

রবিবারই বিএসএফ বাংলাদেশের বিজিবি-র সঙ্গে ফ্ল্যাগ মিটিং (flag meeting) করে। তার জেরে কোচবিহার সীমান্ত দিয়ে ফেরানো হয় মিনারুল, নিজামুদ্দিন ও মোস্তাফাকে। বিএসএফ (BSF) তাঁদের মেখলিগঞ্জ পুলিশের হাতে তুলে দেয়। এরপর শুরু হয় মেহবুবকে ফেরানোর প্রক্রিয়া।

দীর্ঘ টালবাহানার পরে ফের একপ্রস্থ ফ্ল্যাগ মিটিংয়ে (flag meeting) রবিবারই মেহবুবের ফেরা নিশ্চিত হয়। বিএসএফ (BSF) সোমবার তাকে মুর্শিদাবাদ পুলিশের হাতে তুলে দেয়। যদিও বিএসএফ-এর এই কীর্তির পরে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে শুধু এই চারজন নয়। সোমবার উত্তর চব্বিশ পরগণার বাগদার (Bagda) এক পরিবার অভিযোগ করে তাঁদের ছেলে ও ছেলের স্ত্রীকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে একইভাবে। পরিবার বাগদা থানার দ্বারস্থ হয় ওই দম্পতি ফজের মণ্ডল ও তসলিমা মণ্ডলকে ফিরে পেতে।

Related articles

ভারতের উপর শুল্ক কমাবেন ট্রাম্প! ঊর্ধ্বমুখী শেয়ারবাজারে সূচক

ভারতের উপর শুল্কহার কমানোর পক্ষে মার্কিন প্রেসিডেন্ট (America President) ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মঙ্গলবার হোয়াইট হাউস (White House)...

এবার কুমারগঞ্জে আত্মঘাতী বৃদ্ধ! SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ

এসআইআর আতঙ্ক পিছু ছাড়ছে না বাংলার মানুষের। তালিকায় নাম না থাকা বা নাম-ঠিকানার ভুলে দেশছাড়া হওয়ার আতঙ্কে জেরবার...

এবার শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল ইসলামাবাদের আদালত চত্বর! মৃত ৯, আহত বহু

সোমবার সন্ধেয় দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের একনম্বর গেটের সামনের সিগনালে শক্তিশালী বিস্ফোরণের রেশের মধ্যেই সিলিন্ডার বিস্ফোরণে (Cylinder...

অন্য পেশা দেখুন মোদি, শাহ পদত্যাগ করুন: স্যোশাল মিডিয়ায় তীব্র আক্রমণ মহুয়ার

দিল্লির বিস্ফোরণ, ৯জনের মৃত্যু। আর পরদিন সকালেই ভুটান সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর তা নিয়ে...
Exit mobile version