বেঁচে থাকতেই স্ত্রীর জন্য তাজমহল! মধ্যপ্রদেশের আনন্দের কীর্তিতে তুমুল শোরগোল

Date:

Share post:

প্রিয়তম স্ত্রী মুমতাজের মৃত্যুর পরে তাঁর স্মৃতিতে কবরের উপর সৌধ নির্মাণ করান মুগল সম্রাট শাহজাহান। এযুগে স্ত্রীর জীবদ্দশাতেই তাঁর বাসস্থান হিসেবে তাজমহল (Tajmahal) তৈরি করলেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) আনন্দ প্রকাশ চৌকস। মধ্যপ্রদেশের বুরহানপুরে নিজেদের আবাসিক স্কুল চত্বরেই এই ‘মিনি তাজমহল’ তৈরি করেছেন আনন্দ। তাজমহলের মাপকেই মিটারের জায়গায় ফুটে তৈরি করিয়েছেন তিনি। ফলে অট্টালিকাটি মূল তাজমহলের এক-তৃতীয়াংশ আয়তন হয়েছে। তবে, দেখতে অবিকল তাজমহলের মতো এই বাড়ি।

সম্প্রতি সেই ‘মিনি তাজমহলে’র ভিডিও এক ভ্লগার সোশ্যাল মিডিয়ায় (Social Media) শেয়ার করেন। তার পরেই সেটি ভাইরাল হয়। আনন্দ জানান, স্ত্রীকে ভালোবেসেই এই বাড়ি তৈরি করেছেন তিনি। ব্যবহার করা হয়েছে রাজস্থানের সেই বিখ্যাত মকরানা মার্বেল যা দিয়ে তৈরি হয়েছিল তাজমহল (Tajmahal)। তাজমহল মিটারের মাপে তৈরি, এই বাড়িও সেই মাপ ফুটে রূপান্তরিত করা হয়েছে। ভিতরে এটি একটি ৪ বিএইচকে বাড়ি।

পেশায় ইঞ্জিনিয়র ছিলেন আনন্দ। তাঁর স্ত্রী ছিলেন চিকিৎসক। সব ছেড়ে একটি আবাসিক স্কুল তৈরি করেন তাঁরা। সেই স্কুলের চত্বরেও এই বাড়িটি। বাড়িতে ঢুকেই ড্রয়িং রুমের মেঝেতে  একটি গরুর ছবি রয়েছে। আনন্দ জানান, তাঁদের পারিবারিক ব্যবসা ছিল দুধ বিক্রি। সেই শিকড় যাতে কখনও তিনি ভুলে না যান, সেই কারণেই এই চিহ্ন। রয়েছে লাইব্রেরি ও মেডিটেশন রুম।

পুরো বাড়ির ভিতরের দেওয়াল ও বাইরের দেওয়ালের মধ্যে ২ ফুট ফাঁক রয়েছে। যার ফলে অতি গরম বা শীত থেকে অন্দর রক্ষা পায়। আনন্দকে প্রশ্ন করা হয়, বাড়িটি তিনি কাকে উৎসর্গ করেছেন। তিনি হেসে উত্তর দেন, “এটা পুরোপুরি আমার স্ত্রী মঞ্জুষাকে উৎসর্গ করা। আমাদের ভালোবাসা আজও অটুট।“

ভিডিও-র কম্যান্টে প্রশংসার বন্যা। শুধু বাড়ির অপূর্ব সৌন্দর্য্যই নয়, তাঁদের ভালবাসার বন্দন নিয়ে আপ্লুত নেটিজেনরা।

spot_img

Related articles

কলকাতার সঙ্গে জুড়ে গেল চিন: ঘোষণা হল প্রথম উড়ানের দিন

ভারত সরকার চিনের সঙ্গে নতুনভাবে যোগাযোগের বার্তা দিয়েছিল। ভারত ও চিনের মধ্যে সরাসরি উড়ানের প্রস্তাবও হয়েছিল। এবার কলকাতা...

দুর্গাপুজোর বিসর্জনে বিপর্যয় মধ্যপ্রদেশে: ট্রাক্টর উল্টে মৃত ১১

দুর্গাপুজোর বিসর্জনে বড়সড় বিপর্যয় মধ্যপ্রদেশের (Madhyapradesh) খান্ডোয়া জেলায়। বিসর্জনের গ্রামবাসী বোঝাই ট্রাক্টর (tractor) উল্টে গিয়ে জলে পড়ে যান...

ধুলো ঝেড়ে প্রস্তুত কাশ্মীর, শুধু যাদের অপেক্ষা তারাই নেই

শাওনী দত্ত, গুলমার্গঅফ সিজন হোক বা ফুল, সুযোগ পেলেই বাঙালি কাশ্মীর-দর্শনটা সেরে ফেলতে পছন্দ করে। তবে এপ্রিলের পরে...

বিজয়া দশমীতে শুভেচ্ছার বহর মোদির: ভোটের সমীকরণ!

আগে কবে দেশবাসীকে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী, মনে করা দুষ্কর। যতদূর মনে পড়ে, ২০২০ সালের পর আবার এই...