কোর্টরুম না বাজার! সুর চড়িয়ে বিচারপতির তীব্র ধমক খেলেন আইনজীবী শামিম, কটাক্ষ কুণালের

Date:

Share post:

প্রতিদিন বিভিন্ন ইস্যুতে টিভি চ্যানেলের স্টুডিও-তে বসা বা সংবাদ মাধ্যমের বুম দেখলেই ঝাঁপিয়ে পড়ে গলার শিরা ফুলিয়ে বাইট দেওয়া- এমনই অভ্যাস করে ফেলেছেন বামপন্থী আইনজীবী ফিরদৌস শামিম (Firdous Shamim) যে আদালত কক্ষেও বিচারপতির সামনে সুর চড়ালেন তিনি। আর তাতেই কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি সৌগত ভট্টাচার্যের (Sougata Bhattacharya) কাছে জোর ধমক খেলেন শামিম। বিচারপতি ভর্ৎসনা করে বলেন. কী মনে করেছেন, এটা বাজার! হাই কোর্টে ভদ্র ব্যবহার করুন। কোর্টরুমের সেই ভিডিও স্যোশাল মিডিয়ায় পোস্ট করে তীব্র কটাক্ষ করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

মঙ্গলবার, হাই কোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের (Sougata Bhattacharya) এজলাসে ২০১৬-র প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি চলছিল। সেখানে সওয়াল করতে দিয়ে অভ্যাস বশত চিৎকার করেন শামিম। উত্তরোত্তর গলা চড়ছিল তাঁর। এক সময় স্বর সপ্তমে চড়িয়ে চিৎকার শুরু করেন। কোর্ট রুমকেই চ্যানেলের বিতর্কসভা বা প্যানেল ডিসকার্শন ভেবে ফেলেন হয়ত। আসলে টিভিতে মুখ দেখানোর অভ্যাসে সিপিএম নেতৃত্ব এখন যে কোনও স্থানকেই মিডিয়া প্ল্যাটফর্ম ভাবতে শুরু করেছেন। ফলে যা হয়, এক্ষেত্রেও তাই হয়েছে। জোর ধমক খেয়েছেন শামিম। তাঁকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি ভট্টাচার্য।

বিচারপতি: এতদিন বিষয়টি তোলেননি কেন?
শামিম: (চিৎকার করে) কারণ এতদিন ত্রুটিমুক্ত তালিকা প্রকাশ হয়নি।
বিচারপতি: ত্রুটিমুক্ত তালিকা প্রকাশ হয়নি বলে তো আর যাঁরা প্রশিক্ষিত নন, তাঁরা চাকরি পেতে পারেন না।
শামিম: (আরও চিৎকার করে) হ্যাঁ আমি তো সেটাই বলছি। যখন তালিকা দেয়, তখন আমি মুভ করি।
বিচারপতি: কবে তালিকা দেয়?
শামিম: ২০২২-এ
বিচারপতি: যদি ২০২২-এ তালিকা দেয়, তাহলে তিনবছর পরে ২০২৫-এ এসে সেই সওয়াল করছেন কেন?
শামিম: (গলা আরও চড়িয়ে) আমি তো বললাম কাগজ ছিল না। আমার নাম মামলায় নথিভুক্ত করা হয়নি। আমি আরটিআই করি।
বিচারপতি: (কথা বলতে চান কিন্তু শামিমের চিৎকার তা ভালো শোনা যায়নি) সেটা তো ২০১৭-তে।
শামিম: (গলা সপ্তমে তুলে) না… সেটা ২০২২-এ। রিট পিটিশন দেখুন।
বিচারপতি: (ধৈর্যের বাঁধ ভেঙে) চিৎকার করবেন না মিঃ শামিম। আদালতের সামনে চেঁচাবেন না। আপনি আদালেত সামনে এভাবে চিৎকার করতে পারেন না। ভদ্রভাবে সওয়াল করুন। আমরা জানি আদালতে এই ধরনের আচরণ কীভাবে মোকাবিলা করতে হয়।
শামিম: (একেবারে চুপসে গিয়ে) দুঃখিত, দুঃখিত।
বিচারপতি: (উত্তেজিত হয়ে) নিজের সীমা লঙ্ঘন করবেন না। হাই কোর্টে ভদ্র আচরণ করুন। সীমা লঙ্ঘন করবেন না।
শামিম: আমি চেঁচাইনি!
বিচারপতি: (উত্তেজিত হয়ে) আপনি চিৎকার করছেন কেন! এটা কি বাজার! আপনি কী মনে করেছেন, চেঁচালেই রায় পেয়ে যাবেন। এটা করবেন না।
শামিম: আমার গলার স্বরই এমন। আমি চেঁচাইনি।

এই ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তীব্র কটাক্ষ করেন কুণাল ঘোষ। তিনি লেখেন,
“Honourable Justice Saugata Bhattacharyya to Advocate Firdous Samim: What do you think? By shouting you will get an order? Don’t do so. শামীম কোর্টরুমকে টিভি স্টুডিও ভেবেছিল। ধমক খেয়েছে।“
আরও খবরOBC সংরক্ষণ নিয়ে রাজ্যের নয়া বিজ্ঞপ্তিতেও অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি হাই কোর্টের

spot_img

Related articles

রেকর্ড তৃণমূলের! একদিনে ১০০ বিজয়া সমিলনী!

একদিকে উত্তরের বন্যা ও দুর্যোগবিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলি। অন্যদিকে, রাজ্যজুড়ে ব্লকে-ব্লকে বিজয়া সম্মিলনী কর্মসূচি পালন। ৫ অক্টোবর থেকে...

রবিবার সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

রবিবার ছুটির সন্ধ্যায় ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের কাছে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।...

উত্তরে দুর্যোগ, প্রশাসনের কাজের প্রশংসায় মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গের বিপর্যয়ে সুপারহিরোর ভূমিকা নিয়েছে প্রশাসন। পুলিশ থেকে শুরু করে প্রশাসনের কর্তাব্যক্তিরা ঝাঁপিয়ে পড়েছেন উদ্ধারকার্যে। মুখ্যমন্ত্রীর পরদিনই ছুটে...

বর্ধমান স্টেশনে ফের পদপিষ্টের ঘটনা, আহত ৭ 

বর্ধমান স্টেশন ফের সাক্ষী রইল পদপিষ্টের মর্মান্তিক ঘটনার। রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ স্টেশনের ৪ ও ৫ নম্বর...