Sunday, January 11, 2026

অভিশপ্ত কেদারযাত্রা কেড়েছে প্রাণ: প্রাক্তন লেফটেন্যান্টকে বিদায় কর্নেল স্ত্রীর

Date:

Share post:

২৫ জুন লম্বা ছুটি নিয়ে বাড়ি ফেরার কথা ছিল। তার আগেই উত্তরাখণ্ডে ১৫ জুন মর্মান্তিক চপার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল (Lt. Col.) রাজবীর সিং চৌহান। মঙ্গলবার তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে চোখের জলে ভাসলেন তাঁর লেফটেন্যান্ট কর্নেল (Lt. Col.) স্ত্রী দীপিকা চৌহান।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসেই ভারতীয় বায়ুসেনার পদ থেকে অবসর নেন রাজবীর চৌহান। মাত্র চারমাস আগে জমজ সন্তানের বাবা হন। কিন্তু বায়ুসেনার লেফটেন্যান্ট কর্নেল স্ত্রী ও নিজের ব্যস্ততার মাঝে সেই শুভ উৎসব উদযাপনই হয়নি। কথা ছিল ৩০ জুন বড় করে অনুষ্ঠানের মধ্যে দিয়ে সন্তানদের আসাকে উদযাপন করবেন। কিন্তু তার ১৫ দিন আগেই সব স্বপ্ন শেষ।

চারধাম যাত্রা ২০২৫ সালে শুরু হওয়ার পরেই একের পর এক দুর্ঘটনা। চারধাম যাত্রায় পাঁচটি চপার দুর্ঘটনা। শুধুমাত্র কেদারনাথ (Kedarnath) যাত্রাতেই দুটি দুর্ঘটনা। তা সত্ত্বেও ডিজিসিএ (DGCA) বা উত্তরাখণ্ড প্রশাসন কেদার যাত্রায় কোনও লাগাম টানার কথা ভাবেনি। ১৫ জুনের দুর্ঘটনার পরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে কেদারে বিমানে যাত্রা। অথচ এই সাবধানতা আগে থেকে অবলম্বন করা হলে অসময়ে স্বামী তথা কর্মক্ষেত্রের প্রাক্তন সঙ্গী রাজবীরকে হারাতে হত না দীপিকাকে।

মঙ্গলবার রাজস্থানের জয়পুরে রাজবীরের শেষকৃত্য অনুষ্ঠানের আগে প্রথা মেনে বায়ুসেনার (Indian Air Force) পোশাকে স্বামীকে শেষ শ্রদ্ধা জানান লেফটেন্যান্ট কর্নেল (Lt. Col.) দীপিকা চৌহান। যে রাজবীরের হাত ধরে সন্তানদের ভবিষ্যতের পরিকল্পনা করার কথা ছিল ভারতীয় বায়ুসেনার আধিকারিকের, সেই রাজবীরের ছবি হাতে তার কফিনের সামনে এদিন হাঁটতে হয়েছে দীপিকাকে। উপস্থিত বায়ুসেনার আধিকারিকরাও এক বাক্যে স্বীকার করেন বায়ুসেনার পাইলট হিসাবে রাজবীর ছিলেন অত্যন্ত দক্ষ। তা সত্ত্বেও দুর্ভাগ্যের কেদারযাত্রায় কীভাবে দুর্ঘটনা, তা তদন্তে হয়তো প্রকাশিত হবে। তবে তার ফলাফল প্রকাশের পরেও ফিরে আসবে না দুই ভারতীয় বায়ুসেনার আধিকারিকের সদ্য সন্তান সুখ পাওয়া দম্পতির জীবনে।

spot_img

Related articles

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...

পদ্ধতির ভুল তুলে ধরে অব্যহতি চেয়েছিলেন AERO, উল্টে শাস্তি দেওয়ার হুমকি কমিশনের!

গোটা রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন প্রায় প্রতিদিন মৃত্যু হচ্ছে বিএলওদের। অথবা অসুস্থ হয়ে তাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাঁদের...

‘হামলার’ প্রতিবাদে পথে শুভেন্দু: ‘জয় বাংলা’ স্লোগানে চিত্ত চাঞ্চল্য, কটাক্ষ তৃণমূলের

চন্দ্রকোনায় শনিবার রাতে এক নাটকীয় চিত্রনাট্য রচনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ইস্যুকে হাতিয়ার করে কলকাতা শহরে...