Tuesday, November 11, 2025

১০ জনে গণধর্ষণ কলেজ পড়ুয়াকে! গোপালপুরে নারী নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন

Date:

বিজেপি রাজ্যগুলিতে নারী নিরাপত্তা যে শিকেয় তার প্রমাণ বারবার মিলেছে। সদ্য ওড়িশার ক্ষমতা দখলের পরে সেখানে একের পর এক ধর্ষণ ও গণধর্ষণের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। একদিকে নিরপত্তা দিতে কতটা ব্যর্থ মোহন মাঝি প্রশাসন, সেই সঙ্গে আইনের ভয়ও যে দুষ্কৃতীদের নেই ওড়িশায় তা আরও একবার প্রমাণিত অত্যন্ত জনপ্রিয় সমুদ্র সৈকত গোপালপুরের (Gopalpur) গণধর্ষণের ঘটনায়। কলেজ পড়ুয়ার গণধর্ষণের (gang rape) ঘটনায় চাপের মুখে ১০ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে ওড়িশা পুলিশ। তবে আদৌ আইনি পথে যথোপযুক্ত শাস্তির মাধ্যমে এই ধরনের ঘটনা রুখতে ওড়িশার (Odisha) বিজেপি সরকার কতটা সক্ষম হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন।

ওড়িশার গঞ্জাম জেলার গোপালপুর সমুদ্র সৈকত স্থানীয় বাসিন্দা থেকে বাঙালিদের কাছেও অত্যন্ত পছন্দের। রবিবার এক কলেজ পড়ুয়া নিজের প্রেমিকের সঙ্গে রাজা উৎসবে যোগ দেওয়ার জন্য গোপালপুরে গিয়েছিলেন। সেই সময় একদল যুবক লুকিয়ে তাদের ছবি তোলে। সেই ছবি দেখিয়ে প্রথমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করে। পরে যুবতীর সঙ্গের যুবককে বেঁধে রেখে যুবতীকে নিয়ে যায় কাছে একটি পরিত্যক্ত বাড়িতে।

এরপরের ঘটনায় সাম্প্রতিককালের মধ্যে মর্মান্তিক ঘটনাগুলিকেও ছাপিয়ে যাবে। প্রেমিককে মেরে ফেলার হুমকি দিয়ে একের পর এক ১০ জনে ধর্ষণ (gang rape) করে যুবতীকে। সেই ভয়ে গোটা সময়ে চিৎকার পর্যন্ত করতে পারেনি যুবতী। রাত ১১টা নাগাদ স্থানীয় থানায় তারা দুজনে অভিযোগ দায়ের করতে যায়। দুষ্কৃতীরা এতটাই আতঙ্ক তৈরি করে যুবতীর মধ্যে যে সে প্রথমে অভিযোগ দায়ের করতেও ভয় পায়। শেষ পর্যন্ত প্রেমিকের সহযোগিতায় অভিযোগ দায়ের করে।

অভিযোগের ভিত্তিতে প্রথমে সাতজনকে গ্রেফতার করে গঞ্জাম (Ganjam) পুলিশ। সেই সঙ্গে ঘটনায় আরও যারা যুক্ত তাদের অনুসন্ধান চালানো হয়। শেষমেশ হিনজিলিকাট এলাকার বাসিন্দা ১০ অভিযুক্তকেই গ্রেফতার করে পুলিশ। তারা প্রত্যেকেই সাবালক এবং আইন অনুযায়ী শাস্তি হবে তাদের, জানায় ওড়িশা পুলিশ (Odisha police)। যদিও তাতে আদৌ এই ধরনের দুষ্কৃতী দৌরাত্ম্য কমানো সম্ভব হবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Related articles

স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব, রাজ্যে ১৪ বছরে ৭০ হাজার কোটি টাকার বিনিয়োগ : মুখ্যমন্ত্রী 

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় গত ১৪ বছরে আমূল পরিবর্তন এসেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যভবন থেকে এক...

দিল্লি বিস্ফোরণ থেকে সতর্ক লালবাজার, ইডেনে বর্জ্র-আটুঁনি

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের(IND vs SA Test) আগে ইডেন পরিদর্শনে নগরপাল মনোজ বর্মা(Manoj Varma)। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর সতর্ক...

Kiff: মঙ্গল-সন্ধ্যায় সিনে আড্ডায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, শোনালেন ‘দুষ্টুমির গল্প’

সিনে প্রেমীদের এখন তীর্থক্ষেত্র নন্দন-রবীন্দ্রসদন চত্বর। সেখানে চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kiff)। মঙ্গলবার, সন্ধেয় আচমকাই নন্দন...

ইডেনে পুরানো বন্ধুর সঙ্গে দেখা গিলের, হাসি-মজায় মাতলেন দুই পঞ্জাব পুত্র

ইডেনের ক্লাব হাউসে হঠাত দেখা দুই পঞ্জাব পুত্রের। ক্রিকেটের নন্দন কাননে দুই বন্ধুর রিইউনিয়ন। বর্তমানে ভারতীয় ক্রিকেটের পোস্টার...
Exit mobile version