মঙ্গলে বৃষ্টির (Rain) পূর্বাভাস দিয়ে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আগেই কমলা সতর্কতা জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department), এবার সপ্তাহের দ্বিতীয় কর্মব্যস্ত দিনে ঘুম ভাঙতেই দেখা গেল পুরোপুরি বর্ষার (Monsoon) আমেজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। হাওড়া, হুগলিতে বৃষ্টি শুরু হয়েছে রাত থেকে। ভোর থেকে টানা বৃষ্টিতে ভিজছে কলকাতা (Kolkata)ও দুই ২৪ পরগনা। চলতি সপ্তাহে এমনই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে, পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। ফলে শ্রাবণের ধারা আষাঢ়েই উপভোগ করতে পারবেন দক্ষিণবঙ্গবাসী। আজ ঝড়বৃষ্টির জন্য দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে কমলা সতর্কতা জারি থাকছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় আপাতত হলুদ সর্তকতা (Yellow Alert)। বৃষ্টি বাড়বে উত্তরে।

সোমেই ক্যালেন্ডারের পাতায় আষাঢ় আগমন ঘটেছে। কিন্তু বৃষ্টি আসায় বর্ষা আগমনের নিশ্চিত খবর দিচ্ছে কিনা তা এখনও স্পষ্ট করে জানায়নি হাওয়া অফিস। বরং আবহাওয়ার এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে নিম্নচাপ। তবে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় দু-একদিনের মধ্যেই অফিসিয়াল ভাবে বর্ষা শুরু হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধ ও বৃহস্পতিবার উপকূলীয় অঞ্চল জুড়ে ভারী বৃষ্টি হবে। আজ কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ভারী বর্ষণ (৭ -১১ সেন্টিমিটার) হতে পারে। যদিও এই বৃষ্টিতে আদ্রতাজনিত অস্বস্তি না কমায় দক্ষিণবঙ্গবাসী খুব একটা স্বস্তি পাচ্ছেন না এখনই।পুরোদমে বর্ষা এসে গেলে তাপমাত্রা গড়ে ৩- ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে মনে করা হচ্ছে। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় মঙ্গল-বুধে বাংলা এবং ওড়িশার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরে আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

–

–

–

–

–

–

–

–

–
–
–
–
–
–
–