Monday, August 25, 2025

বাংলায় কথা বলা কি অপরাধ? শ্রমিকদের পুশব্যক ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী

Date:

বাংলায় কথা বললেই বাংলার শ্রমিকদের বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। বাংলায় কথা বলা কি অপরাধ? পরিযায়ী শ্রমিকদের পুশব্যকের ঘটনায় ফের একবার বুধবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের চার, উত্তর ২৪ পরগনার দুই ও পূর্ব বর্ধমানের এক পরিযায়ী শ্রমিককে বাংলাদেশে পুশব্যাক করার ঘটনায় বিজেপিশাসিত ডবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে সরাসরি আঙুল তুললেন তিনি। তাঁর কথায়, আপনারা কেন আমাদের রাজ্যের মানুষদের মারলেন। বাংলায় কথা বলা কি অপরাধ। এটা আমাদের মাতৃভাষা, প্রত্যেকের অধিকার রয়েছে তাদের মাতৃভাষায় কথা বলার। আমি সব ভাষাকে ভালবাসি প্রত্যেক মানুষের অধিকার রয়েছে তাদের স্থানীয় ভাষায় কথা বলার। আমরা সেটাকে সম্মান করি। কিন্তু আপনাদের ডবল ইঞ্জিন সরকার মানুষদের বুলডোজ করছেন। আপনারা মানুষদের নিরাপত্তা দিতে পারেন না। ইন্টারন্যাশনাল ফ্লাইটে চারটে করে ইঞ্জিন হয়। কিন্তু দুটো খারাপ হয়ে গিয়েছিল কীভাবে? সেজন্যই আমি আপনাদের ডবল ইঞ্জিন বলছি।

এর আগে বিধানসভাতেও তিনি প্রতিবাদ জানিয়ে বলেছিলেন, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আধার, প্যান-সহ সমস্ত ভারতীয় পরিচয়পত্র দেখানো সত্ত্বেও শুধুমাত্র ভাষার ভিত্তিতে এই অন্যায় হচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।

এদিকে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী বলেন, বাংলার কিছু নাগরিককে বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। মুম্বইয়ের সেই ঘটনা সামনে এসেছে। তাদের কাছে যাবতীয় তথ্য থাকা সত্বেও সেই তথ্য কেড়ে নিয়ে তাদেরকে বর্ডার দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। ঘটনা জানাজানি হতে মুখ্যমন্ত্রী উদ্যোগ গ্রহণ করেন। তারা সত্যিকারের বাংলাদেশি হলে ভারত সরকার ফিরিয়ে আনত না। তারা ভারতবর্ষের বাসিন্দা, বিশেষ করে পশ্চিমবঙ্গের বাসিন্দা।

আরও পড়ুন – বাংলার মূলধারার ছবিতে ফের নাট্যকার বাদল, আসছে ‘পাগলা ঘোড়া’ 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version