আগামী ২০ জুন থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড বনাম ভারত(ENGvIND) টেস্ট সিরিজ। সেখানেই পিচ(Pitch) কেমন হবে তা নিয়েই সকলের কৌতূহল সবচেয়ে বেশি। সবকিছু ঠিকঠাক চললে ব্যাটিং সহয়ক পিচই হতে চলেছে লিডসে(Leeds)। এই মুহূর্তে বাজবল(Bazball) ক্রিকেটকেই নিজেদের প্রধান অস্ত্র হিসাবে দেখে ইংল্যান্ড। হেডিংলিতে প্রথম টেস্টে নামার আগে সেই অনুযায়ীই পিচ তৈরি করার বার্তা ব্রিটেশ শিবিরের তরফে।
শেষ পাঁচটি টেস্ট সিরিজের মধ্যে চারটিতেই জিতেছে ইংল্যান্ড(England)। সবকটিতেই ইংল্যান্ডের প্রধান অস্ত্র সেই বাজবল(Bazball) ক্রিকেট। এই মুহূর্তে অতি আক্রমণাত্মক ক্রিকেট ব্যাটিং করতেই দেখা যায় ব্রিটিশ ব্যাটারদের। ভারতের বিরুদ্ধেও সেই পারফরম্যান্সই অব্যহত রাখতে চায় ব্রিটিশ বাহিনী। সেই মতোই লিডসের পিচ কিউরেটরকে রান সহায়ক পিচ তৈরির করারই বার্তা দেওয়া হয়েছে ইংল্যান্ড শিবিরের তরফে।
লিডসের পিচ কিউরেটর জানিয়েছেন, “ইংল্যান্ড শিবির তাদের জন্য ভাল এবং রান সহায়ক পিচ চাইছে। এটা একেবারেই সত্যি যে তারা বলেই দিয়েছেন যে বলের লাইনে যাতে ভাল ব্যাটিং করা যায় সেরকম পিচ তৈরি করতে হবে। এমনই একটা পিচ তারা চাইছে”।
বেন স্টোকসের(Ben Stokes) হাতে নেতৃত্বের ভার যাওয়ার পর থেকেই বাজবল(Bazball) ক্রিকেট খেলতে চাইছে ইংল্যান্ড(England)। ভারতের বিরুদ্ধেও সেই পরিকল্পনাই নিয়েছে তারা। অন্যদিকে জসপ্রীত বুমরাহ আগেই জানিয়ে দিয়েছিলেন যে ব্রিটিশদের বাজবল ক্রিকেট তাদের কাছে বাড়তি সুবিধা। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।
–
–
–
–
–
–
–
–
–
–
–