Tuesday, November 4, 2025

বিশেষভাবে সক্ষম ছাত্রকে হেনস্থা! ভুল স্বীকার ক্ষমা চাইল মিনিবাস সংগঠন-প্রশাসন

Date:

বিশেষভাবে সক্ষম এক ছাত্র ও তার মাকে মিনিবাসে উঠতে না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুর ও পানাগড় এলাকায়। সোমবার সকালে পানাগড়ে স্কুল যাওয়ার জন্য অপেক্ষায় ছিলেন দয়ানন্দ এলাকার এক হোমের ছাত্র এবং তার মা। সেই সময় একটি মিনিবাস থামলেও, ছাত্রটি যে বিশেষভাবে চাহিদা সম্পন্ন, তা বুঝে তাকে বাসে উঠতে দেয়নি বাসকর্মীরা।

এই ঘটনায় বিপাকে পড়েন ছাত্রের মা। পরে অনেক কষ্টে অন্য একটি যানবাহনে করে দুর্গাপুরের দয়ানন্দ হোমে পৌঁছন। ঘটনাটি হোম কর্তৃপক্ষকে জানানো হলে, বিষয়টি জানাজানি হতে দেরি হয়নি। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় ওঠে। বুদ্ধিজীবী মহলও সরব হন। বিষয়টি পৌঁছায় দুর্গাপুর মহকুমা প্রশাসন ও রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে। ঘটনার তদন্তে নামে মহকুমা প্রশাসন। তদন্তে উঠে আসে, মিনিবাস কর্মীরা শুধুমাত্র শিশুটিকে বাসে উঠতে দেননি তা-ই নয়, দুর্ব্যবহারও করেন তার মায়ের সঙ্গে। এই ঘটনায় প্রশাসনের তরফ থেকে মিনিবাস সংগঠনের কাছে কৈফিয়ত তলব করা হয়।

অবশেষে ভুল স্বীকার করে নেয় মিনিবাস সংগঠন। বুধবার দুপুরে আঞ্চলিক পরিবহণ দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশীষ ঘোষ, জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায়, মিনিবাস মালিক এবং সংগঠনের কর্মকর্তারা দয়ানন্দ হোমে গিয়ে ছাত্রের মা এবং হোম কর্তৃপক্ষের কাছে প্রকাশ্যে হাতজোড় করে ক্ষমা চান। হোম কর্তৃপক্ষের দাবি, “এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, প্রশাসনের থেকে তা নিশ্চিত করার আশ্বাস পেয়েছি।”

ঘটনার নিন্দায় মুখর হয়েছেন সমাজের বিভিন্ন মহলের মানুষ। তাঁদের বক্তব্য, সমাজের সবচেয়ে দুর্বলদের পাশে দাঁড়ানো তো মানবিকতার প্রথম পাঠ, অথচ সেখানেই বারবার ব্যর্থ হচ্ছে আমরা। এই ঘটনার পর প্রশাসন ও পরিবহণ দফতরের পক্ষ থেকে সমস্ত পরিবহণ কর্মীদের মানবিক আচরণ এবং প্রতিবন্ধী সহযাত্রীদের সঙ্গে সহানুভূতির আচরণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে।

আরও পড়ুন – দেশের প্রাইম মিনিস্টার কে? মোদি না শাহ? প্রশ্ন তুলে তীব্র কটাক্ষ মমতার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পালানোর চেষ্টায় অভিযুক্তদের পায়ে গুলি! কোয়েম্বাটুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

কোয়েম্বাটুর(Coimbatore) বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ(Gang Rape) করার অভিযোগের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।  গ্রেফতর প্রক্রিয়া...

অনুষ্ঠানে যাওয়ার পথেই হরিয়ানায় নৃশংসভাবে খুন প্রাক্তন ক্রিকেটার ও কোচ

হরিয়ানার প্রকাশ্য রাস্তায় নৃশংস ভাবে প্রাক্তন ক্রিকেটার ও কোচ(Haryana cricket coach )রামকরণকে (Ramkaran) গুলি করে খুনের অভিযোগ উঠেছে...

হালকা কুয়াশার সঙ্গে নামছে পারদ, দক্ষিণবঙ্গে শীতের আগমনী বার্তা, রইল আবহাওয়ার আপডেট

পুজোর মরশুম শেষের শীতের(Winter)  আগমনী বার্তা বাংলা জুড়ে। নভেম্বরের শুরু থেকেই হালকা শীত পড়তে শুরু করেছে। সকাল  এবং...

ভয়ঙ্কর! হাত-পা ভেঙে বালি-আঠা দিয়ে নাক বন্ধ করে যোগীরাজ্যে নাবালিকা ধর্ষণ-খুন

বিজেপি(BJP) শাসিত ধর্ষকদের কার্যত স্বর্গরাজ্যে পরিণত হয়েছে উত্তরপ্রদেশ(Uttarpradesh)! শিঁকেয় উঠেছে যোগীরাজ্যে নারী সুরক্ষা। উত্তরপ্রদেশের বাহরাইচে দিন দুয়েক আগে...
Exit mobile version