Kesari Chapter 2: সিনেমাতে বাংলাকে অপমান! বিরোধিতায় গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বাংলার স্বাধীনতা সংগ্রামীদের নাম বিকৃত করে তৈরি করণ সিং ত্যাগীর ছবি ‘কেশরী চ্যাপ্টার-২’ (Kesari Chapter 2) এখন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। এর পরেই এই ছবি নিয়ে তুমুল সমালোচনার ঝড় উঠেছে। এবিষয়ে বুধবার, নবান্নের সাংবাদিক বৈঠক থেকে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার সংস্কৃতি ও ইতিহাসকে রীতিমতো চক্রান্ত করে বিকৃত করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি।

বাংলার সংস্কৃতি ও ইতিহাসকে রীতিমতো চক্রান্ত করে বিকৃত করা হচ্ছে। (Kesari Chapter 2) নামে একটি সিনেমায় বাঙালি বিপ্লবীদের নাম বিকৃত করা হয়েছে। এর নেপথ্যে রয়েছে গভীর ষড়যন্ত্র। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলার মুখ্যমন্ত্রী কড়া ভাষায় নিন্দা করেন। বলেন, “আপনারা ফিল্ম বানিয়ে আজকে ক্ষুদিরামকে বলছেন ক্ষুদিরাম সিং। আপনারা প্রফুল্ল চাকীকে উল্টো নাম দিয়েছেন, লজ্জা করে না! স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করতে, বাংলাকে অসম্মান করতে, মানুষই এর জবাব দেবে।”
আরও খবরদেশের প্রাইম মিনিস্টার কে? মোদি না শাহ? প্রশ্ন তুলে তীব্র কটাক্ষ মমতার

মমতার কথায়, “আমরা আম্বেদকারের নাম বলি, রাজেন্দ্রপ্রসাদের নাম বলি, জওহরলাল নেহরুর নাম বলি, গোপাল আচারিয়ার নামও বলি। আমরা গান্ধীজির নাম বলি। আমরা গান্ধী ভবন তৈরি করে দিয়েছি। এদের সকলের জন্মদিবস, মৃত্যুদিবস পালন করি। আপনারা আসল তথ্যকে, আসল সত্যকে বিকৃত করে যদি মনে করেন বিজেপির নকল ধর্ম আর ছদ্মবেশের পশ্চাতে বাংলার ব্রেনটাকে কেড়ে নেবেন তাহলে জেনে রাখুন এটা মস্তবড় ভুল করছেন। মানুষ এর উত্তর দেওয়ার জন্য তৈরি হচ্ছে। আমি এটাকে কনডেম করে গেলাম।”

spot_img

Related articles

রেকর্ড তৃণমূলের! একদিনে ১০০ বিজয়া সমিলনী!

একদিকে উত্তরের বন্যা ও দুর্যোগবিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলি। অন্যদিকে, রাজ্যজুড়ে ব্লকে-ব্লকে বিজয়া সম্মিলনী কর্মসূচি পালন। ৫ অক্টোবর থেকে...

উত্তরে দুর্যোগ, প্রশাসনের কাজের প্রশংসায় মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গের বিপর্যয়ে সুপারহিরোর ভূমিকা নিয়েছে প্রশাসন। পুলিশ থেকে শুরু করে প্রশাসনের কর্তাব্যক্তিরা ঝাঁপিয়ে পড়েছেন উদ্ধারকার্যে। মুখ্যমন্ত্রীর পরদিনই ছুটে...

বর্ধমান স্টেশনে ফের পদপিষ্টের ঘটনা, আহত ৭ 

বর্ধমান স্টেশন ফের সাক্ষী রইল পদপিষ্টের মর্মান্তিক ঘটনার। রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ স্টেশনের ৪ ও ৫ নম্বর...

আলিপুরদুয়ারে নিজে হাতে ত্রাণ দিলেন মুখ্যমন্ত্রী: সংবর্ধিত সাহসীরা

প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত উত্তরবঙ্গে রবিবার ফের পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একদিকে পরিস্থিতি সম্পর্কে প্রশাসনিক আধিকারিকদের...