Thursday, November 13, 2025

ফিরল ‘খেলা হবে’: বিধানসভা ভোটের এক বছর আগে ক্রীড়ামন্ত্রীর স্লোগানে ইঙ্গিত

Date:

২০২১-এর ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে স্লোগান ‘খেলা হবে’ প্রায় আপ্তবাক্য হয়ে উঠেছিল তৃণমূল শিবিরের। ২০২৬-এর ভোটের এক বছর আগে ফের তা ফিরল বিধানসভায় (Assembly)। বুধবার প্রশ্নোত্তর পর্বে ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) রাজ্যের ক্রীড়াক্ষেত্রে সাফল্যের খতিয়ান তুলে ধরতে গিয়ে বলে ফেললেন— ‘খেলা হবে, ২০২৬-এও খেলা হবে।’’ রাজনৈতিক মহলে যার তাৎপর্য নিয়ে শুরু হয়েছে জল্পনা।

একদিকে যেমন মন্ত্রী তুলে ধরেছেন বাংলার সন্তোষ ট্রফি জয়, মহিলা ফুটবলে সাফল্য, জাতীয় লিগে মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়া— অন্যদিকে তেমনই অভিযোগ করেছেন কেন্দ্রীয় সরকারের “ধারাবাহিক অসহযোগিতার” কথা। জলপাইগুড়ির ২৭ একর জমির ওপর তৈরি ১১১ কোটি টাকার ক্রীড়া একাডেমি ঘিরে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-এর বিরুদ্ধে কার্যত ‘ফেলে রাখার’ অভিযোগ এনেছেন তিনি। বলেন, ‘‘সাই যদি না চালায়, রাজ্য নিজেই প্রতিভা খুঁজবে, জমি ফিরিয়ে দিক।’’

মন্ত্রী (Arup Biswas) জানান, রাজ্য সরকার এখনও পর্যন্ত ৮টি একাডেমি গড়েছে, ৩৪টি ক্রীড়া সংস্থাকে দেওয়া হয়েছে ৫ লক্ষ টাকা করে অনুদান। ১৫৫৭ জন ক্রীড়াবিদকে দেওয়া হচ্ছে মাসিক ভাতা।
তবে এদিনের অধিবেশনে তা নিয়ে খোঁচা দিতেও ছাড়েননি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মন্ত্রী যখন রাজ্যের সাফল্য বর্ণনা করছিলেন, তখন প্রশ্ন করেন— “শুধু খেলার গল্প বললেই চলবে? মোহনবাগান বা নাইট রাইডার্সে কতজন বাঙালি খেলোয়াড়? জাতীয় স্তরে বাংলার প্রতিনিধিত্ব কোথায়? পিকে বা অমল দত্তদের মতো নাম উঠে আসছে না কেন?”
জবাবে অরূপের মন্তব্য— “উনি বড় খেলোয়াড়, জার্সি বদল করেছেন।”
আগামী বছর ভোটমুখী বাংলা জুড়ে ‘খেলা হবে’ স্লোগান নতুন করে ফেরার ইঙ্গিত দিয়ে গেল বিধানসভার এদিনের চাপান উতরে।

Related articles

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও।...

KIFF: এক সপ্তাহের ফিল্মোৎসবের আজ সমাপ্তি, সিনে দশমীতে চলচ্চিত্র প্রাঙ্গণে শিল্পী সম্বর্ধনা

সংস্কৃতির শহর কলকাতার আনাচে-কানাচে সিনেপ্রেমী উৎসাহীদের আজ মন খারাপ। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী ৩১-তম...

হাসিনার শাস্তির তারিখ ঘোষণার আগেই ‘উত্তপ্ত’ ঢাকা! লকডাউন ঘোষণা আওয়ামী লিগের

দোষী ধরে নিয়েই মামলা। সেই মামলায় সর্বোচ্চ শাস্তি যেন অবধারিত। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা ঘোষণা করা হবে...

নভেম্বরের মাঝেই চাদর-মোড়া ঠাণ্ডা! পারদ আরও নামার ইঙ্গিত

নভেম্বরের শুরুতেই সোয়েটার চাদর বের করতে হচ্ছে আলমারি-ট্রাঙ্ক থেকে। দক্ষিণের জেলাগুলিতে সকালের তাপমাত্রা (temperature) ১৭তে নামছে যেমন, তেমন...
Exit mobile version