আকাশযাত্রায় সংকট যেন আর কাটছে না। শুধু বদলে যাচ্ছে বিমান সংস্থান নাম। পরিষেবার হাল সেই একই। এয়ার ইন্ডিয়ার পর এবার ইন্ডিগো (Indigo)। মাঝআকাশে যান্ত্রিক ত্রুটির জেরে ১৮২ জন যাত্রী নিয়ে দিল্লি থেকে লে-র উদ্দেশে রওনা দেওয়া বিমানের (Delhi – Leh indigo flightemergency landing )জরুরি অবতরণ রাজধানীতে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। সুরক্ষিত থাকলেও আতঙ্ক কাটছে না যাত্রীদের। আবার সেই একটাই প্রশ্ন, হচ্ছেটা কী?
ইন্ডিগোর (Indigo)তরফ থেকে এখনও পর্যন্ত এবিষয়ে অফিসিয়াল কোনও বিবৃতি জারি করা না হলেও যাত্রীরা বলছেন পাইলটের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। বৃহস্পতিবার সকালে বিমানটি দিল্লি বিমানবন্দর (Delhi Airport) থেকে লে-র উদ্দেশে যাত্রা শুরু করার কিছুক্ষণ পরেই মাঝআকাশে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। আচমকা উড়ানের ভিতর ঝাঁকুনি শুরু হয়। এরপরই পাইলট বিমানটিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।বিমানের সকল যাত্রী এবং ‘ক্রু’-রা সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে। বুধবার বিকেলেও বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ইন্ডিগোর একটি বিমান। ভুবনেশ্বর থেকে কলকাতাগামী ফ্লাইটে টেক অফের আগেই ঝাকুনি শুরু হয়। মাঝ আকাশে তো প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা তৈরি হয়েছিল। কোনমতে সামাল দিয়ে জরুরি অবতরণ করানো হয়েছে। ১২ ঘণ্টা যেতে না যেতেই ফের ইন্ডিগোর বিমানে যান্ত্রিক ত্রুটি, বিরক্ত যাত্রীরা।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–