Sunday, November 9, 2025

উইমেন্স কলেজ ক্যালকাটার উদ্যোগ: কলেজেই হাতে কলমে সাংবাদিকতা শেখার ইন্টার্নশিপ

Date:

কর্মক্ষেত্রে হাতে কলমে কাজ না করলে সাংবাদিকতা শেখা যায় না- এই কথা মানেন যে কোনও বর্ষীয়ান সাংবাদিক। আর সেই কারণেই শুধু পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ না রেখে সাংবাদিকতার ব্যবহারিক প্রয়োগ শেখানোর জন্য বিশেষ ইন্টার্নশিপের আয়োজন করেছিল উইমেন্স কলেজ ক্যালকাটার সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগ(স্নাতকোত্তর)। ১৫ দিন, ৬০ ঘণ্টা ব্যাপী এই ইন্টার্নশিপ শুরু হয় ২ জুন থেকে।

মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ ফর গার্লস এবং উইমেন্স কলেজ ক্যালকাটার ছাত্রীরা এই কোর্সে অংশ নেন। কলেজের অধ্যক্ষা ডঃ অনুপমা চৌধুরী ও কোর্স কো-অর্ডিনেটর ডঃ বিশ্বজিৎ দাসের তত্ত্বাবধানে এই ইন্টার্নশিপটি শুরু হয়। সাংবাদিকতার জগতের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের সান্নিধ্যে ১৫ দিনের এই ইন্টার্নশিপের শেষে সন্তুষ্ট ছাত্রীরা। বিশ্ব বাংলার সম্পাদক অভিজিৎ ঘোষের পাশাপাশি এসেছিলেন নিউজ 18 বাংলার ইনপুট এডিটর সপ্তর্ষি সোম, জাগো বাংলার ফিচার এডিটর প্রীতিকণা পাল রায়, সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য এবং রেডিও জগতের পরিচিত দুই আরজে দেব ও তাপস। ছিলেন রুমেলা চক্রবর্তী, সহেলী দত্ত, অমল সরকার, ভাস্কর প্রতিম মৈত্র, দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরাও।

এই ইন্টার্নশিপ ছাত্রছাত্রীদের সাংবাদিকতার বিভিন্ন দিক শিখতে সাহায্য করেছে। কীভাবে একটি নিউজ উপস্থাপন করতে হয়, কিংবা ডিজিটাল মিডিয়া আজকের যুগে কতটা প্রাসঙ্গিক অথবা ভিজুয়ালের মাধ্যমে কীভাবে গল্প বলা যায় এই সমস্ত কিছু শিখেছে ছাত্রছাত্রীরা। সাংবাদিকতার অন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম রেডিও সম্পর্কেও বিভিন্ন ক্লাস নেওয়া হয়েছে এই ইন্টার্নশিপে।

“তরুণ প্রজন্ম রাজনীতিতে কম আগ্রহী” এই উক্তি পড়ুয়ারা খারিজ করেছেন অভিজিৎ ঘোষের ক্লাস করার পরে। ছাত্র-ছাত্রীদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল যাতে তাঁরা বিষয়গুলির সঙ্গে আরও ভালো করে পরিচিত হতে পারেন। এছাড়াও প্রতিদিন বিভিন্ন ব্যক্তির ইন্টারভিউ নেওয়া হয়েছে এই ইন্টার্নশিপে, যাতে হাতে-কলমে আরও কিছুটা কাজ শিখতে পারেন পড়ুয়ারা।

কোর্স কো-অর্ডিনেটর বিশ্বজিৎ দাস জানিয়েছেন “এই ইন্টারভিউগুলি পডকাস্ট আকারে শেয়ার করা হবে।” তিনি বলেন – “সাংবাদিকতার পরিসর যেভাবে বাড়ছে তাতে পাঠ্য পুস্তকের বাইরে গিয়ে হাতে-কলমে কাজ শেখাটা প্রত্যেক ছাত্র-ছাত্রীর দরকার। এবং এই ধরনের ইন্টার্নশিপ সেই পথেই তাদের এক ধাপ এগিয়ে দেয়।” কলেজের অধ্যক্ষা ডঃ অনুপমা চৌধুরীকে এই ইন্টার্নশিপ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জানান, “এই ধরনের ইন্টার্নশিপ ছাত্র-ছাত্রীদের অনেক কিছু শেখার সুযোগ করে দেয়। আমার কলেজে এইরকম একটি সুন্দর ব্যবস্থা ছাত্র-ছাত্রীদের করে দিতে পেরে আমি খুবই আনন্দিত।”

আরও পড়ুন -, সাহিত্য অকাদেমির ‘বাল সাহিত্য পুরস্কার’ পেলেন ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version