Monday, August 25, 2025

সাহিত্য অকাদেমির ‘বাল সাহিত্য পুরস্কার’ পেলেন ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় 

Date:

বাংলা শিশু-কিশোর সাহিত্যের অন্যতম জনপ্রিয় নাম ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় এবার পেলেন সাহিত্য অকাদেমির ‘বাল সাহিত্য পুরস্কার’। তাঁর গল্প সংকলন ‘এখনও গায়ে কাঁটা দেয়’-এর জন্য এই সম্মানে ভূষিত হলেন তিনি। এটি দেশের সর্বোচ্চ সারস্বত প্রতিষ্ঠান সাহিত্য অকাদেমির তরফে শিশু সাহিত্যে দেওয়া সর্বোচ্চ স্বীকৃতি। পুরস্কার ঘোষণার পর বুধবার ‘সংবাদ প্রতিদিন’-কে ত্রিদিববাবু বলেন, “যেকোনও পুরস্কারই আনন্দের। দেশের সর্বোচ্চ সারস্বত প্রতিষ্ঠানের শিশু সাহিত্য বিভাগে এই স্বীকৃতি নিঃসন্দেহে গর্বের ও শ্লাঘার বিষয়। এতদিনে শিশু-কিশোরদের নিয়ে লেখালিখি সার্থক হল।”

১৯৫৮ সালের ৩০ অক্টোবর জন্ম ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়ের। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাশ করার পর লেখালেখির জগতে পা রাখেন। রহস্য, কল্পবিজ্ঞান এবং ইতিহাসনির্ভর সাহিত্যে তাঁর অবাধ বিচরণ।

তাঁর উল্লেখযোগ্য কিশোর সাহিত্য সংকলনের মধ্যে রয়েছ — ‘চিলেকোঠায় কত কাণ্ড’, ‘আলোর মানুষ’, ‘জগুমামা রহস্য সমগ্র’, ‘কালো দানোর আতঙ্ক’, ‘ডাক এলে যেতেই হয়’, ‘শেষনাগের বিষ’, ‘শ্রীমান বিচ্ছু’, ‘সাবধান! দাগ কেটেছে’, ‘সাসপেন্স’, ‘তুমি পিতামহ’, ‘গোপন প্রেম’, ‘দ্বীপের নাম কালাডেরা’, ‘মৃত্যুকে আমি দেখেছি’, ‘ভৌতিক অলৌকিক’, ‘অসি বাজে ঝনঝন’ প্রভৃতি।

১৯৯৫ সাল থেকে জনপ্রিয় পত্রিকা ‘কিশোর ভারতী’-র প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এর আগেও বহুবার পুরস্কৃত হয়েছেন এই প্রখ্যাত সাহিত্যিক।

• ২০০৭ সালে পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার
• ২০২৩ সালে পশ্চিমবঙ্গ সরকারের তরফে পেয়েছেন ‘বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার’
• এছাড়াও সম্মানিত হয়েছেন ‘অতুল্য ঘোষ স্মৃতি-পুরস্কার’, ‘রোটারি বঙ্গরত্ন’, ‘প্রথম আলো সম্মান’-সহ নানা বেসরকারি পুরস্কারে

শিশু-কিশোরদের মনোজগৎ এবং কল্পনার জগৎকে সাহিত্যের মাধ্যমে নানা রঙে সাজিয়েছেন ত্রিদিববাবু। এবার সাহিত্য অকাদেমির স্বীকৃতি তাঁর দীর্ঘ সাহিত্য জীবনের একটি নতুন পালক যোগ করল বলেই মনে করছেন সাহিত্য মহল।

আরও পড়ুন – বাংলায় কথা বলা কি অপরাধ? শ্রমিকদের পুশব্যক ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version