Sunday, November 16, 2025

কালীগঞ্জ উপনির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি, ত্রিমুখী লড়াইয়ে আত্মবিশ্বাসী তৃণমূল 

Date:

Share post:

নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভা (By Election in Kaliganj) আসনে আজ উপনির্বাচন। বৃহস্পতির বৃষ্টি ভেজা সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। সকাল সাতটা থেকে বুথের বাইরে লাইন দিয়েছেন ভোটাররা। বৃষ্টি মাথায় নিয়েই চলছে ইভিএমে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন কালীগঞ্জ বিধানসভা এলাকার বাসিন্দারা। বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর মিললেও মোটের উপর এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলছে নির্বাচন প্রক্রিয়া। এই আসনে লড়াই মূলত ত্রিমুখী। প্রতিদ্বন্দ্বিতা তৃণমূল কংগ্রেস (TMC), বিজেপি এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীদের মধ্যে। যদিও ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এ বছরের চলতি উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রাজ্যের শাসক দল। এই আসনে তৃণমূল প্রার্থী এখানকার প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের (Nasirudden Ahmed) কন্যা আলিফা আহমেদ (Alifa Ahmed)। বিজেপির টিকিটে প্রার্থী হয়েছেন ‘আদি’ নেতা আশিস ঘোষ। বামেদের সমর্থনে কংগ্রেসের হয়ে লড়াই করছেন কাবিলউদ্দিন আহমেদ। আজ ভোট চলাকালীন১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও এক হাজার রাজ্য পুলিশ মোতায়েন থাকছে বিভিন্ন এলাকায়।

গত বিধানসভা নির্বাচনে (WB Assembly election) এই আসনে রাজ্যের শাসক দলের প্রার্থী ৫৩ শতাংশ ভোট পেয়েছিলেন। ৩১ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি। সিপিআইএম প্রার্থী পেয়েছিলেন ১২ শতাংশ ভোট। উপনির্বাচনের দিন ঘোষণার পর থেকে যেভাবে মাটি কামড়ে পড়ে থেকেছেন তৃণমূল প্রার্থী এবং জনসমর্থন পেয়েছেন তাতে পরিসংখ্যানে নিরিখে গতবারের চেয়ে ভোটের ব্যবধান বাড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ঘাসফুল শিবির। কালীগঞ্জ বিধানসভায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৫২ হাজার ৬৭০ জন। পুরুষ ভোটার ১ লক্ষ ৩০ হাজার ৩৬৩ ও মহিলা ভোটারের সংখ্যা ১ লক্ষ ২২ হাজার ৩০৩ জন। কালীগঞ্জ ব্লকের মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ১৫। তবে বিধানসভার নিরিখে ১৩ টি গ্রাম পঞ্চায়েতে নির্বাচন হবে যার মধ্যে ১১টি শাসকদলের দখলে আছে। পঞ্চায়েত সমিতির মোট আসন ৪৫। তৃণমূল পেয়েছে ৩৮ টি আসন। অর্থাৎ ভারী ভারী সব দিক দিয়েই এই কেন্দ্রে উপনির্বাচনে এগিয়ে ঘাসফুল শিবির।

-.-

 

spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...