Friday, August 22, 2025

কালীগঞ্জ উপনির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি, ত্রিমুখী লড়াইয়ে আত্মবিশ্বাসী তৃণমূল 

Date:

নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভা (By Election in Kaliganj) আসনে আজ উপনির্বাচন। বৃহস্পতির বৃষ্টি ভেজা সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। সকাল সাতটা থেকে বুথের বাইরে লাইন দিয়েছেন ভোটাররা। বৃষ্টি মাথায় নিয়েই চলছে ইভিএমে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন কালীগঞ্জ বিধানসভা এলাকার বাসিন্দারা। বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর মিললেও মোটের উপর এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলছে নির্বাচন প্রক্রিয়া। এই আসনে লড়াই মূলত ত্রিমুখী। প্রতিদ্বন্দ্বিতা তৃণমূল কংগ্রেস (TMC), বিজেপি এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীদের মধ্যে। যদিও ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এ বছরের চলতি উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রাজ্যের শাসক দল। এই আসনে তৃণমূল প্রার্থী এখানকার প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের (Nasirudden Ahmed) কন্যা আলিফা আহমেদ (Alifa Ahmed)। বিজেপির টিকিটে প্রার্থী হয়েছেন ‘আদি’ নেতা আশিস ঘোষ। বামেদের সমর্থনে কংগ্রেসের হয়ে লড়াই করছেন কাবিলউদ্দিন আহমেদ। আজ ভোট চলাকালীন১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও এক হাজার রাজ্য পুলিশ মোতায়েন থাকছে বিভিন্ন এলাকায়।

গত বিধানসভা নির্বাচনে (WB Assembly election) এই আসনে রাজ্যের শাসক দলের প্রার্থী ৫৩ শতাংশ ভোট পেয়েছিলেন। ৩১ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি। সিপিআইএম প্রার্থী পেয়েছিলেন ১২ শতাংশ ভোট। উপনির্বাচনের দিন ঘোষণার পর থেকে যেভাবে মাটি কামড়ে পড়ে থেকেছেন তৃণমূল প্রার্থী এবং জনসমর্থন পেয়েছেন তাতে পরিসংখ্যানে নিরিখে গতবারের চেয়ে ভোটের ব্যবধান বাড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ঘাসফুল শিবির। কালীগঞ্জ বিধানসভায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৫২ হাজার ৬৭০ জন। পুরুষ ভোটার ১ লক্ষ ৩০ হাজার ৩৬৩ ও মহিলা ভোটারের সংখ্যা ১ লক্ষ ২২ হাজার ৩০৩ জন। কালীগঞ্জ ব্লকের মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ১৫। তবে বিধানসভার নিরিখে ১৩ টি গ্রাম পঞ্চায়েতে নির্বাচন হবে যার মধ্যে ১১টি শাসকদলের দখলে আছে। পঞ্চায়েত সমিতির মোট আসন ৪৫। তৃণমূল পেয়েছে ৩৮ টি আসন। অর্থাৎ ভারী ভারী সব দিক দিয়েই এই কেন্দ্রে উপনির্বাচনে এগিয়ে ঘাসফুল শিবির।

-.-

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version