Sunday, August 24, 2025

আগামী শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নামবে ভারত(India Team)। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগেই ভারতীয় শিবিরে চোট আঘাতের চিন্তা। অনুশীলনের মাঝেই পাঁজরে চোট পান করুণ নায়ার(Karun Nair)। আর এই ছবিটা যে ভারতীয় শিবিরের চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট তা বলার অপেক্ষা রাখে না। কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে করুণ নায়ার(Karun Nair) যে রয়েছে সেই ইঙ্গিত বেশ কয়েকদিন আগেই পাওয়া গিয়েছিল।

বুধবার প্রস্তুতির সময়ই নাকি করুন নায়ারের সেই চোট লেগেছে বলে জানা যাচ্ছে। নেটে ব্যাটিং প্রস্তুতি সারছিলেন করুণ নায়ার। সেই সময় বোলিং করছলেন প্রসিধ কৃষ্ণা(Prasidh Krishna)। সেখানেই একটি একটি বল ব্যাটে লাগাতে ব্যর্থ হন করুন। আর সেই সময়ই ঘটে সেই ঘটনা। পাঁজড়ে বেশ ধাক্কা খান তিনি। এরপর আর সেভাবে প্রস্তুতি সারতে পারেননি করুণ নায়ার।

চোট পেলেও, কতটা গুরুতর সেই চোট তা অবশ্য এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। প্রায় আট বছর পর ভারতীয় দলে ডাক পেয়েছেন করুন নায়ার। এই সিরিজে নামার আগে ইংল্যান্ড লায়ন্সের হয়ে দুরন্ত পারফরম্যান্সও দেখিয়েছিলেন এই ক্রিকেটার। একটি প্রস্তুতি ম্যাচে দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন করুন নায়ার। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁকে ঘিরে যে ভারতীয় দলের প্রত্যাশাও অনেকটা তা বলার অপেক্ষা রাখে না।

কিন্তু হঠাত্ই এই চোট কিন্তু চিন্তায় ফেলে দেওয়ার জন্য যথেষ্ট। তবে অনেকেই মনে করছেন খুব একটা গুরুতর কিছু বোধহয় হয়নি। করুন নায়ার ভারতের প্রথম একাদশে থাকেন কিনা সেটাই দেখার।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version